নারায়ণগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে লুট হওয়া অর্ধকোটি টাকার তেল উদ্ধার

0
15
নারায়ণগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে লুট হওয়া তেল

নারায়ণগঞ্জের বন্দর থানার কলাগাছিয়া এলাকায় একটি তেলের ট্যাংকার থেকে লুট হওয়া প্রায় ৫০ হাজার লিটার ফার্নেস তেল উদ্ধার করেছে যৌথ বাহিনী। উদ্ধারকৃত তেলের বাজারমূল্য আনুমানিক ৫০ লাখ টাকা।

শুক্রবার (১ নভেম্বর) দিবারাতে অভিযান চালিয়ে এ ফার্নেস তেল উদ্ধার করা হয়। রাত ১২টায় বিষয়টি নিশ্চিত করেন বন্দর থানার ওসি তরিকুল ইসলাম।

জানা গেছে, শুক্রবার দুপুরে প্রায় ৪ লাখ লিটার তেল বহনকারী একটি বড় তেলের ট্যাংকার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ পদ্মা অয়েল ডিপো থেকে গাজীপুরের আরপিসিএল পাওয়ারর প্লান্টে যাচ্ছিল। এই সময় দুর্বৃত্তরা দুটি ইঞ্জিনচালিত নৌকা নিয়ে ট্যাংকারটি থামায় এবং প্রায় ৫০ হাজার লিটার তেল লুট করে নিয়ে যায়। তারা তেল লুটের পর ট্যাংকারের চারজন ক্রুকে অপহরণ করে। পরে আবার তাদেরকে ছেড়ে দেয়।

আরও জানা গেছে, লুট হওয়া তেল কলাগাছিয়া এলাকার একটি চরে অভিযুক্ত ডালিম এবং শিপনের তত্ত্বাবধানে নিয়ে যাওয়া হয়। এ ঘটনা সম্পর্কে স্থানীয় এক বাসিন্দা বন্দরের পুলিশ ক্যাম্পে অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর কলাগাছিয়া নৌ পুলিশ, ক্যাম্প থেকে ২০ থেকে ২৫ জন সদস্যের একটি দল নিয়ে অভিযানে যান। সেখানে কোনো সংঘর্ষ না হলেও স্থানীয় কিছু লোক পুলিশকে তাদের দায়িত্ব পালন থেকে বাধা দেওয়ার চেষ্টা করে।

ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও র‍্যাবের সহযোগিতা প্রয়োজন হয়ে পড়ে। অভিযোগের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছায়। সেনাবাহিনী, র‍্যাব এবং পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা দ্রুত পালিয়ে যায়। অভিযানে প্রথমে ইঞ্জিনচালিত নৌকাগুলির নিয়ন্ত্রণ নেয়া হয়। যেখানে লুট হওয়া তেল লোড করা হচ্ছিল। জানা যায় দুর্বৃত্তরা ছোট ছোট গ্যালনে তেল বিক্রির পরিকল্পনা করেছিল।

অভিযুক্ত ডালিম এবং শিপনসহ বিভিন্ন মামলায় জড়িত বেশ কয়েকজন চিহ্নিত অপরাধীও এই ঘটনার সাথে সংশ্লিষ্ট বলে জানা গেছে। অভিযুক্ত ডালিম এবং শিপনের বাড়ি তল্লাশি চালিয়ে খালি গ্যালন, দা, ছুরি, পাসপোর্ট ইত্যাদি উদ্ধার করে যৌথবাহিনী।

বন্দর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, র‍্যাব, পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে লুট হওয়া সকল ফার্নেস তেল উদ্ধার ও দুটি ট্রলার আটক করা হয়েছে। তবে কেউ গ্রেফতার হয়নি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.