ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুর এক বছর পর ২০২১ সালে ২৫ নভেম্বর নাপোলির স্টেডিয়ামের বাইরে তাঁর একটি মূর্তি স্থাপন করা হয়েছিল। নিজেদের স্টেডিয়ামের নামও তত দিনে পাল্টে ডিয়েগো ম্যারাডোনা স্টেডিয়াম রেখেছে নাপোলি।
ইতালির সংবাদ সংস্থা এএনএসএ জানিয়েছে, মূর্তিটি এর নির্মাতাকে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নাপোলিতে ম্যারাডোনার আরও কয়েকটি মূর্তি আছে। আর্জেন্টাইন কিংবদন্তিকে নেপলসবাসীর হৃদয় উজাড় করা ভালোবাসার নিদর্শন হিসেবেই মূর্তি স্থাপন করা হয়েছিল।
নাপোলির সিটি কাউন্সিলের বরাত দিয়ে এএনএসএ জানিয়েছে, ব্রোঞ্জের তৈরি মূর্তিটির মূল্য বিচার করে এটি জনসমক্ষে না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্মাতা ডমেনিকো সেপেকে মূর্তিটি ফিরিয়ে দেওয়া হবে। মূর্তিটি বানাতে শুধু কাঁচামাল বাবদই প্রায় ৩০ হাজার ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৪ লাখ টাকা) খরচ হয়েছে বলে জানানো হয়। এর বাইরে অন্যান্য খরচ তো আছেই।