নানা কর্মসূচীতে ২৫ বছর পূর্তি উদযাপন করেছে ইউপিডিএফ

0
150
র‌্যালির ছবি

ইনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ড (ইউপিডিএফ) নানা কর্মসূচীতে ২৫বছর পূর্তিতে রজতজয়ন্তী পালন করেছে। পাহাড়ের রাজনীতিতে তাদের ভিত্তি সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করে নেতা কর্মীদের বার্তা পাঠিয়েছেন সভাপতি প্রসিত বিকাশ খীসা এই প্রতিষ্ঠাবাষিকীতে। গতকাল ২৬ ডিসেম্বর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানায় ইউপিডিএফ এর প্রচার ও প্রকাশনা বিভাগ।

র‌্যালির ছবি

বিভিন্ন কর্মসূচীর মধ্যে রয়েছে র‌্যালি, আলোচনা সভা, দলীয় পতাকা উত্তোল, নেতা কর্মীদের স্মরণ, মতবিনিময় ও চা চক্র। এ উপলক্ষে খাগড়াছড়ি জেলার পানছড়িতে এক র‌্যালির আয়োজন করে। র‌্যালিটি পানছড়ির পুরাতন বাস স্টেশন থেকে শুরু হয়ে কলেজ মাঠে এসে সমাপ্তি ঘটে।

খাগড়াছড়ি জেলা সদর, মানিকছড়ি সদর, রাঙ্গামাটির কুতুকছড়ি ও নানিয়ারচরেও র‌্যালি অনুষ্ঠিত হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় দীঘিনালা, বাঘাইছড়ি, রামগড়, গুইমারা, লক্ষীছড়ি ও কাউখালীতেও তাদের দলীয় কর্মসূচী পালন করেছে।

র‌্যালির ছবি

বিগত ২৫ বছরে তাদের নেতা কর্মীদের উপর বিভিন্ন অত্যাচার, খুন, গুমকারীদের প্রতি সমালোচনা এবং ভূক্তভোগীদের প্রতি সমবেদনার কথা উল্লেখ রয়েছে। নিরন চাকমা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আসন্ন নির্বাচনকে ঘিরে আরো ৭ দফা আহবান রয়েছে।

৭ দফাঃ

১। আগামী ৭ জানুয়ারী অনুষ্ঠিতব্য দ্বাদশ সংসদ বর্জন করুন।

২। ভোটদানে বিরত থাকুন, ভোটকেন্দ্রে যাবেন না। আপনার মূল্যবান সময় নষ্ঠ করবেন না।

৩। কোন প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ গ্রহন করবেন না।

৪। কাউকে ভোটদানে উৎসাহিত করবেন না।

৫। অন্যকে ভোটদানে নিরুৎসাহিত করুন।

৬। গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি এবং অবাধ, সুষ্ঠু ও নিরুপেক্ষ নির্বাচনের জন্য সংগ্রাম করুন।

৭। একজন ভোটার হিসেবে প্রহসনের নির্বাচন বর্জন করে আপনার ‘গণতান্ত্রিক ক্ষমতা’ প্রয়োগ করুন।

র‌্যালির ছবি

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.