নাগরিকদের সুরক্ষায় ইসরায়েলি সেনাবাহিনীর ব্যর্থতা স্বীকার

0
132
ইসরায়েলি সেনাবাহিনীর অভিযান (ফাইল ফটো)

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেভি এই প্রথম হামাসের হামলা নিয়ে মুখ খুলেছেন। হামাসের হামলা থেকে ইসরায়েলি নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষায় সেনাবাহিনীর দায়িত্বে ব্যর্থতার কথা স্বীকার করেছেন তিনি। খবর-বিবিসি

তিনি বলেন, দেশ ও নাগরিকদের রক্ষার দায়িত্ব সেনাবাহিনীর। তবে সেটা সম্ভব হয়নি। বিষয়টি আমরা তদন্ত করবো। এখন সময় যুদ্ধের।

এদিকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেইন আজ শুক্রবার হামাসের হামলায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে সংহতি প্রকাশ করতে ইসরাইল সফরে যাচ্ছেন।

এছাড়া যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনও আজ শুক্রবার ইসরায়েল সফর করছেন।

আগের দিন বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন দেশটিতে সফর করেন। সফরে ইসরায়েলের জন্য আমেরিকান সমর্থনের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, আমরা এখানে আছি। আমরা ইসরায়েলকে ছেড়ে কোথাও যাচ্ছি না।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.