নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলে শেষকৃত্য অনুষ্ঠানে সশস্ত্র গোষ্ঠী বোকো হারামের হামলায় নিহত হয়েছে ৬৫ জন।
স্থানীয় কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে রোববার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আঞ্চলিক রাজধানী মাইদুগুরির কাছে একটি গ্রামে শনিবার বোকো হারামের যোদ্ধারা একটি শেষকৃত্য অনুষ্ঠানে হামলা চালায়। হামলার পর প্রাথমিকভাবে নিহতের যে সংখ্যা বলা হয়েছিল সর্বশেষ সংখ্যাটি তার প্রায় তিনগুণ।
স্থানীয় সরকারের চেয়ারম্যান মুহাম্মদ বুলামা বলেন, ‘হামলার ঘটনায় নিহতের প্রকৃত সংখ্যাটি হচ্ছে ৬৫। এছাড়া আহত হয়েছে ১০ জন।’
তিনি জানান, প্রথমে বোকো হারামের হামলায় ২০ জনের বেশি মানুষ নিহত হয়। পরে হামলাকারীদের ধাওয়া করতে গিয়ে আরও অনেকে প্রাণ হারায়।
বোকো হারামের প্রতিপক্ষ আরেকটি গোষ্ঠীর স্থানীয় এক নেতা নিহতের সংখ্যাটি নিশ্চিত করেছেন। তিনি জানান, শেষকৃত্য থেকে ফেরার পথে হামলায় ২৩ জন নিহত হয়। আর হামলাকারীদের ধাওয়া করতে গিয়ে নিহত হয় ৪২ জন।