ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) নবম দিনের মতো চলছে বন্যা দুর্গতদের জন্য গণত্রাণ সংগ্রহ কার্যক্রম। আজ শুক্রবার (৩০ আগস্ট) সকাল ১১টা থেকে শুরু হয়েছে বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলনের এই কার্যক্রম।
এদিন টিএসসি ও জিমনেসিয়ামে একযোগে শুরু হয়ত্রাণ সংগ্রহের কাজ। সকাল থেকে শুরু হওয়া এই কার্যক্রমে অংশ নেয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, প্রবাসী বাংলাদেশী সকলেই অংশ নিয়েছেন ত্রাণ প্রদান কার্যক্রমে। কেউবা দিচ্ছেন একদিনের বেতনের টাকা, কেউ দিচ্ছেন নিজের সঞ্চয়ের টাকা।
ত্রাণ সংগ্রহের পাশাপাশি ট্রাক ভর্তি করে দুর্গত এলাকায় ত্রাণ পাঠাচ্ছেন স্বেচ্ছাসেবীরা। সকলের আশা সম্মিলিত প্রচেষ্টায় কিছু হলেও স্বস্তি পাবে দুর্গত এলাকার মানুষরা।
উল্লেখ্য, গত ৭ দিনে (বুধবার পর্যন্ত) টিএসসিতে সংগ্রহ করা হয়েছে মোট ৭ কোটি ৮ লাখ ৭৬ হাজার ২৭৮ টাকা। দুর্গতদের সহায়তায় শিশুরাও তুলে দিচ্ছে তাদের শখের জমানো অর্থ।