আজ পয়লা বৈশাখ, বাংলা নববর্ষের প্রথম দিন। নিয়মিতই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের জন্য ছবি ও বিভিন্ন বার্তা শেয়ার করেন তারকারা। সেসব ছবি অনেক সময় বলে দেয় তারকাদের মনের কথা, কাজের কথা। ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক আজ নববর্ষের প্রথম দিনে ভক্তদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে কে কী বার্তা দিলেন তারকারা।

অভিনেতা ইয়াশ রোহান নববর্ষের প্রথম দিনে ফেসবুকে ভক্তদের উদ্দেশে লিখেছেন, ‘শুভ নববর্ষ সবাইকে। নববর্ষের দিন সবাই কী করছেন? মঙ্গল শোভাযাত্রা দেখার খুব ইচ্ছে ছিল কিন্তু যে গরম, একদমই সাহস হলো না।’ এ ছাড়া ভক্তদের কাছে তিনি জানতেও চেয়েছেন তাঁদের সবার নববর্ষ কীভাবে কাটছে? সম্প্রতি মুক্তি পেয়েছে এই অভিনেতা অভিনীত ওয়েবফিল্ম ‘কুহেলিকা’। এবার ঈদে মুক্তির অপেক্ষায় আছে ইয়াশ রোহান অভিনীত সিনেমা ‘আদম’। এ ছাড়া তাঁকে ঈদের আরও বেশ কিছু নাটকে দেখা যাবেফেসবুক

অভিনেত্রী বিদ্যা সিনহা মিম তাঁর স্বামী সনি পোদ্দারের সঙ্গে তোলা ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে ভক্তদের নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। সামনে এই অভিনেত্রীকে কলকাতার জনপ্রিয় অভিনেতা জিতের সঙ্গে ‘মানুষ’ সিনেমায় দেখা যাবে। এ ছাড়া হইচইয়ের ‘মিশন হান্টডাউন’ শিরোনামের একটি ওয়েব সিরিজে দেখা যাবে এই অভিনেত্রীকেফেসবুক

সংগীতশিল্পী সোমনূর মনির কোনাল ভক্তদের বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে ছবিটি ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘বাংলা নতুন বছরের প্রথম দিনে রইল আপনাদের সবার জন্য শুভ কামনা। নতুন বছর অনেক ভালো কাটুক আপনাদের সবার। শুভ নববর্ষ কো-লাভার্স।’ সম্প্রতি এই গায়িকার গাওয়া ‘প্রহেলিকা’ সিনেমার ‘মেঘের নৌকা’ শিরোনামের একটি গান বেশ প্রশংসিত হয়েছেফেসবুক

অভিনেতা মিশা সওদাগর নববর্ষ উপলক্ষে ভক্তদের বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। এই অভিনেতাকে এই ঈদে ‘কিল হিম’ এবং ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমায় দেখা যাবে ফেসবুক

অভিনেত্রী শবনম ফারিয়া নববর্ষ উপলক্ষে ফেসবুকে ছবিটি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘শুভ নববর্ষ ১৪৩০।’ প্রখ্যাত ঔপন্যাসিক সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস ‘মা বাবা ভাই বোন’ অবলম্বনে নির্মিত ধারাবাহিক নাটক ‘মা বাবা ভাই বোন’–এ নিয়মিত দেখা যায়ফেসবুক

সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা ফেসবুকে ছবিটি শেয়ার করে ভক্তদের বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে ক্যাপশনে লিখেছেন, ‘যাক পুরোনো স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি। অশ্রু বাষ্প সুদূরে মিলায় যাক। বাংলা নববর্ষের শুভেচ্ছা সবাইকে। শুভ নববর্ষ ১৪৩০’ফেসবুক
 
            

















