নতুন মামলায় গ্রেপ্তার আমু-ইনুসহ ৫ জন

0
8
সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, জাসদ সভাপতি হাসানুল হক ইনু
রাজধানীতে পৃথক মামলায় সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, জাসদ সভাপতি হাসানুল হক ইনুসহ পাঁচজনকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।
 
সোমবার (২৫ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এ আদেশ দেন।
 
গ্রেপ্তারকৃত বাকিরা হলেন, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক সচিব জাহাংগীর আলম, এনটিএমসির সাবেক মহাপরিচালক ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান।
 
এর আগে, আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তারা তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত তা মঞ্চুর করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
 
কাকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হলো-
 
রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন আমীর হোসেন হত্যা মামলায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও হাসানুল হক ইনুকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।
 
তেজগাঁও থানার কারওয়ান বাজার এলাকায় রমিজ উদ্দিন রুপ হত্যা মামলায় আমির হোসেন আমু, জাহাংগীর আলম, জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
 
মোহাম্মদপুর থানার মো. আল শাহরিয়ার হোসেন হত্যা মামলায় হাসানুল হক ইনু এবং মিরপুরে শিশু মিজানুর রহমান হত্যা মামলা ও আজাদ হোসেন হত্যা চেষ্টা মামলায় সাবেক আইজিপি মামুনকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।
 
এর আগে, গত ৬ নভেম্বর রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আমুকে, ২৫ আগস্ট উত্তরার একটি বাসা থেকে ইনুকে, ৩ সেপ্টেম্বর আল মামুনকে, ১ অক্টোবর গুলশান এলাকা থেকে জাহাংগীর আলম এবং ১৬ আগস্ট রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে গ্রেপ্তার করা হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.