নতুন ভারত গড়ার ভার দিয়েছে জনগণ: মোদি

0
350
ছবি: এনডিটিভি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, দেশ শাসন করতেই শুধুমাত্র মানুষ আমাদের ক্ষমতায় আনেনি। বরং নতুন ভারত গড়ার ভার দিয়েছে জনগণ।

শুক্রবার ফ্রান্সে প্রবাসী ভারতীয়দের সমাবেশে এসব কথা বলেন নরেন্দ্র মোদি।

তিনি বলেন, ‘ফুটবলের দেশ ফ্রান্সে আপনারা গোল-এর মর্যাদা বোঝেন। গত পাঁচ বছরে ভারতে আমরা গোল ঠিক করে নিয়েছিলাম। আগে এই লক্ষ্যমাত্রায় পৌঁছানোর বিষয়টি অসম্ভব বলে মনে করা হতো।’

ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘নতুন ভারতে সাধারণ মানুষের টাকা লুট, দুর্নীতি, স্বজনপোষণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এটা আগে কখনও হয়নি। ক্ষমতায় আসার ৭৫ দিনের মধ্যে বেশ কয়েকটি কড়া পদক্ষেপ নিয়েছে সরকার।’

উল্লেখ্য, জি-৭ বৈঠকে যোগ দিতে বৃহস্পতিবার ফ্রান্সে গেছেন নরেন্দ্র মোদি। কাশ্মীর নিয়ে ভারতীয় সংবিধান থেকে ৩৭০ ধারা বিলোপ করার পর এই সফরকে বেশ গুরুত্বের সঙ্গেই দেখছে ভারত। সূত্র: জিনিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.