নতুন প্রেমে সারা, চুপিচুপি কার সঙ্গে ঘুরতে গেলেন

0
11
সারা আলী খান। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
সারা আলী খান ও কার্তিক আরিয়ান ‘অধ্যায়’ শেষ হয়েছে কয়েক বছর আগে। এরপর আর সেভাবে সারার প্রেমের গুঞ্জন শোনা যায়নি। তবে কয়েক মাস আগে গুঞ্জন রটে, অর্জুন প্রতাপ বাজওয়ার সঙ্গে নাকি চুপিচুপি মন দেওয়া–নেওয়া সেরে ফেলেছেন সাইফকন্যা সারা। এবার সেই জল্পনার আগুনে যেন ঘি পড়ল! দুজনে একই সময় রাজস্থান থেকে শেয়ার করলেন ছুটি কাটানোর ছবি। আর সেটা দেখেই দুইয়ে দুইয়ে চার করছে নেটপাড়া। খবর হিন্দুস্তান টাইমসের
 
রাজস্থানের এক বিলাসবহুল হোটেল থেকে ছবি পোস্ট করেছেন সারা ও অর্জুন দুজনেই। তবে একসঙ্গে নয়, মানে এক ফ্রেমে নেই দুজনে। ছবি আলাদা আলাদা পোস্ট করলেও সেটা যে একই জায়গা থেকে তোলা, সেটা বেশ স্পষ্ট।
]
আর সেটা দেখেই তাঁদের অনুরাগীরা অনুমান করছেন যে তবে কি তাঁরা রোমান্টিক হলিডে মুডে রয়েছেন এখন?
 

সারা আলী খান সম্প্রতি রাজস্থানের একগুচ্ছ ছবি পোস্ট করেছেন। কখনো সেই জায়গার সৌন্দর্য তুলে ধরেছেন ছবিতে, কখনো হোটেলের স্টাফদের সঙ্গে ছবি তুলেছেন। বাদ দেননি ডেজার্ট সাফারির ছবি পোস্ট করতে।

সারা আলী খান। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
 
অন্যদিকে আবার অর্জুন প্রতাপ বাজওয়া একটি হোটেলের জিম থেকে ছবি পোস্ট করেছেন। কিন্তু দুটো জায়গা যে একই, সেটা ধরে ফেলেছেন তাঁদের অনুরাগীরা।
গত অক্টোবরে একসঙ্গে কেদারনাথ সফরে গিয়েছিলেন সারা ও অর্জুন। তখন থেকেই তাঁদের সম্পর্কের কথা চাউর হয়। সেই সফরেও নিজেদের ছবি পোস্ট করেন, যদিও আলাদা আলাদা। প্রেমের গুঞ্জন চাউর হলেও এ বিষয়ে অর্জুন বা সারা—কেউই কিছু খোলাসা করেননি।
 
অর্জুন প্রতাপ বাজওয়া হলেন মডেল ও এমএমএ ফাইটার। তিনি একাধিক বলিউড ছবিতে সহকারী পরিচালক হিসেবেও কাজ করেছেন, এই ছবিগুলোর অন্যতম হলো অক্ষয় কুমারের ‘সিং ইস ব্লিং’।
 
 
 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.