নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরির দাবি ইরানের, ট্রাম্পকে ‘হত্যার হুমকি’

0
101
সম্প্রতি একটি ক্ষেপণাস্ত্র উন্মোচন করেন ইরানি সেনা কমান্ডাররা, ছবি: রয়টার্স ফাইল ছবি

শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশনে নতুন পাভেহ ক্রুজ ক্ষেপণাস্ত্রের ফুটেজ সম্প্রচার করা হয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে হাজিজাদেহ বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডারে ১ হাজার ৬৫০ কিলোমিটার পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র যুক্ত হয়েছে।

ওই সাক্ষাৎকারে হাজিজাদেহ আরও বলেন, ‘খোদার ইচ্ছায় আমরা ট্রাম্পকে হত্যা করতে চাইছি। পম্পেও (সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী) এবং সেনা কমান্ডারদের মধ্যে যাঁরা সোলাইমানিকে হত্যার নির্দেশ দিয়েছিলেন, তাঁদের হত্যা করা উচিত।’

২০২০ সালে বাগদাদে এক ড্রোন হামলায় ইরানের সেনা কমান্ডার কাসেম সোলাইমানি নিহত হন। এর কয়েক দিন পর ইরাকে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর ওপর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। সে হামলার প্রসঙ্গ টেনে শুক্রবার হাজিজাদেহ বলেন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ‘দরিদ্র সেনাদের’ হত্যার ইচ্ছা ইরানের ছিল না।
ইরানের নেতারা প্রায়ই কঠোর ভাষায় সোলাইমানি হত্যার বদলা নেওয়ার অঙ্গীকার করে থাকেন।

ইউক্রেন যুদ্ধে রাশিয়া ইরানি ড্রোন ব্যবহার করছে বলে পশ্চিমা বিশ্বের উদ্বেগের মধ্যে ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরির ঘোষণা দেওয়া হলো। অবশ্য ইরান দাবি করে আসছে, ইউক্রেন যুদ্ধ শুরুর আগে তারা রাশিয়াকে ড্রোনগুলো সরবরাহ করেছিল।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.