নতুন টাকা আসছে বৃহস্পতিবার থেকে

0
748
নতুন টাকা বৃহস্পতিবার হতে ব্যাংকে পাওয়া যাবে।

এবারও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নতুন নোট সংগ্রহ করা যাবে। বাংলাদেশ ব্যাংকের পাশাপাশি বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের শাখা থেকে আগামী বৃহস্পতিবার শুরু হবে নতুন নোট বিনিময়। এ সেবা চলবে ৮ আগস্ট পর্যন্ত। গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন কার্যালয়ের মাধ্যমে নতুন নোট বিনিময় করা হবে। এ ছাড়া ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরের বাণিজ্যিক ব্যাংকের ৩০টি শাখাতেও নতুন নোট পাওয়া যাবে। আগের মতো এবারও ১০, ২০, ৫০ ও ১০০ টাকা মূল্যমান পর্যন্ত নতুন নোট একটি প্যাকেটে বিশেষ ব্যবস্থায় বিনিময় করা যাবে। একজন ব্যক্তি একাধিকবার নতুন নোট গ্রহণ করতে পারবেন না। তবে নোট উত্তোলনকালে কেউ ইচ্ছা করলে কাউন্টার থেকে যেকোনো মূল্যমানের ধাতব মুদ্রা বিনিময় করতে পারবেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.