
একই পোশাকে সাতটি ছবি তুলেছেন বলিউড তারকা কিয়ারা আদভানি। কোনটা রেখে কোনটা পোস্ট করবেন, তা নিয়ে দ্বিধার মধ্যে সব ছবিই ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি।

ফ্লোরাল গাউনে নিজেকে সাজিয়েছেন কিয়ারা। ছবি পোস্ট করে তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, ‘ছবি বাছতে পারলাম না, সবগুলোই পোস্ট করলাম।’ছবি: ইনস্টাগ্রাম

পোশাকটি পরে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছেন কিয়ারা। অনুষ্ঠানের ফাঁকে তোলা ছবিগুলো গতকাল বুধবার ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনিছবি: ইনস্টাগ্রাম

ইনস্টাগ্রামের মন্তব্যের ঘরে অনেকে লিখেছেন, ‘খুব সুন্দর লাগছে।’ছবি: ইনস্টাগ্রাম

‘সত্যপ্রেম কি কথা’ সিনেমায় শেষবারের মতো দেখা গেছে কিয়ারাকে, ছবি: ইনস্টাগ্রাম

সামনে ‘গেম চেঞ্জার’, ‘ওয়ার ২’সহ একাধিক সিনেমায় পাওয়া যাবে তাঁকে। ‘ডন ৩’ সিনেমায়ও তাঁকে দেখা যেতে পারে বলে গুঞ্জন উঠেছে, ছবি: ইনস্টাগ্রাম