ধূম্রজালে থাকতে চান না কেউ

0
129
তামিম ইকবাল

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন একাধিক মঞ্চে বলেছেন, ফিট থাকলে তামিম ইকবালই ওয়ানডে অধিনায়ক। কিন্তু তামিমের ফিট হয়ে খেলায় ফেরার বিষয়ে কিছুটা সংশয়েও আছেন তিনি। ইংল্যান্ড থেকে উন্নত চিকিৎসা নিয়ে সোমবার দেশে ফিরেছেন বাঁহাতি এ ওপেনার। বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুসের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে তাঁর। তামিম হয়তো নিজের অবস্থান জানাবেন সেখানে। এশিয়া কাপ থেকে খেলায় ফিরতে চান কিনা, ফিরলে অধিনায়ক থাকবেন কিনা– বিসিবি চায় এ সিদ্ধান্ত দুটি তামিমের কাছ থেকে আসুক। বিশেষ করে নেতৃত্বের বিষয়ে ধূম্রজালে থাকতে চায় না কেউ।

জাতীয় দলের অন্দরমহলের পরিবেশ নিয়ে তামিমের যত খটকা তা অধিনায়কত্বের কারণে। তিনি ক্রিকেটারদের যেভাবে দেখতে চান, সেভাবে হয়তো সাড়া পাচ্ছেন না। অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করলেও কোমরের ব্যথামুক্ত হয়ে কবে খেলায় ফিরতে পারবেন তামিম নিজেও তা জানেন না। এশিয়া কাপ দিয়ে ফিরলে টানা খেলতে পারবেন কিনা, সে নিশ্চয়তা বিশেষজ্ঞ চিকিৎসকরাও দিতে পারেননি। বিসিবি পরিচালক ও নীতিনির্ধারকদের একটা বড় অংশ মনে করেন, তামিম খেলা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন নেতৃত্বের চাপ সামলাতে না পেরে।

প্রভাবশালী একজন পরিচালক জানান, তিন মাস আগে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুসকে তামিম জানান, অধিনায়কত্ব ছেড়ে দিতে চান। জালাল ইউনুসের অনুরোধে মত পরিবর্তন করেন তামিম। কিছুদিন আগে এ বিষয়ে জানতে চাওয়া হলে জালাল বলেন, বিষয়টি সত্য না।

তবে সম্প্রতি ঘটে যাওয়া ঘটনার প্রেক্ষাপটে বিসিবি কর্মকর্তারা মনে করেন, এশিয়া কাপ ও বিশ্বকাপ সামনে রেখে নেতৃত্বে পরিবর্তন আসা উচিত। নিজের খেলায় মনোযোগ দেওয়ার প্রয়োজনে তামিম স্বেচ্ছায় সরে গেলে ভালো হবে বলে যুক্তি তাদের। এ ক্ষেত্রে বিসিবির করণীয় সম্পর্কে জানতে চাওয়া হলে বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘বিসিবি সভাপতির কথা অনুযায়ী তামিম ওয়ানডে অধিনায়ক। সে খেলতে পারলে পরিবর্তন করার প্রয়োজন হচ্ছে না। কোনো কারণে এশিয়া কাপ থেকে খেলতে না পারলে তামিমের সঙ্গে দ্রুত আলোচনা করে সিদ্ধান্ত নিলে ভালো হবে। কারণ, নতুন অধিনায়ককে সময় দিতে হবে।’

বিশ্বকাপ মাথায় রেখে অধিনায়ক ঠিক করার বিষয়টি নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা হচ্ছে বোর্ডে। গতকাল বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে তিন নির্বাচক– মিনহাজুল আবেদীন নান্নু, হাবিবুল বাশার ও আব্দুর রাজ্জাক এবং ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যানের জালাল ইউনুসের জরুরি সভায়ও অধিনায়কের বিষয়টি উঠেছিল।

বিসিবির একটি সূত্র জানায়, খোলামেলা আলোচনায় নির্বাচকরা সভাপতিকে অনুরোধ করেছেন নেতৃত্বের বিষয়টি চূড়ান্ত করে ফেলতে। নাম গোপন রাখার শর্তে একজন কর্মকর্তা বলেন, ‘বলা হয়েছে, শেষ মুহূর্তে অধিনায়ক পরিবর্তনের সিদ্ধান্ত নিলে দায়িত্ব দেওয়ার জন্য ভালো কাউকে পাবেন না। সাকিবকে বলা হলেও সে শুধু বিশ্বকাপের জন্য অধিনায়ক হতে চাইবে না।’

পরিচালকরা, জাতীয় দলের প্রধান কোচ ও নির্বাচদের মতামত নিয়ে অধিনায়ক ঠিক করে থাকেন বিসিবি সভাপতি। নির্বাচকদের উদ্দেশ্য ছিল জাতীয় দলের স্বার্থে বিসিবি সভাপতিকে বিষয়টি নিয়ে ভাবনার খোরাক দেওয়া। সবকিছু শোনার পর জালাল ইউনুসকে তামিমের সিদ্ধান্ত জানতে বলেছেন। এ ব্যাপারে জালালের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমরা দল নিয়ে কথা বলেছি। এর বেশি কিছু না।’

বাস্তবতা হলো অধিনায়ক ইস্যুতে জাতীয় দলের খেলোয়াড়দের মধ্যেও আলোচনা আছে। তারাও জানতে চান কে তাদের বিশ্বকাপ দলের নেতা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.