ধানের শীষকে মানুষ এখন বলে সাপের বিষ: ওবায়দুল কাদের

0
162
ময়মনসিংহে জনসভায় বক্তব্য রাখেন ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপিকে আর এ দেশের মানুষ চায় না। ধানের শীষ পেটের বিষ। ধানের শিষের আরেক নাম পেটের বিষ। মানুষ এখন বলে সাপের বিষ।’

ময়মনসিংহের সার্কিট হাউস ময়দানের জনসভায় যোগ দিয়ে শনিবার বিকেলে এ কথা বলেন তিনি।

কাদের বলেন, ‘কেমন আছেন, আজকে কী দেখলাম। লোকে বলে ময়মনসিংহ হচ্ছে আওয়ামী লীগের দুর্ভেদ্য দূর্গ। আজকের ভরা রোদ্দুরে নেত্রীকে এক নজর দেখার জন্য, কথা শোনার জন্য ছুটে এসেছে। আজকে আবার প্রমাণ হলো ময়মনসিংহ হচ্ছে বঙ্গবন্ধুর দুর্ভেদ্য দূর্গ।’

তিনি বলেন, ‘আপনারা ভালো আছেন, ফখরুল ভালো থাকতে দেবে না। আপনারা খুশি থাকলে বিএনপি বেজার। পথ হারিয়ে বিএনপি এখন মানববন্ধনে। এমন অবস্থা হয়েছে, ফান্দে পড়িয়া বগা কান্দে। ফখরুল ইসলাম আলমগীর দিশেহারা। বিএনপিকে আর এ দেশের মানুষ চায় না।’

কাদের বলেন, ‘হাতে হাতে মোবাইল, ঘরে ঘরে ইন্টারনেট। এ সেবা অতীতে ছিল না, দিয়েছেন কে। ঘরে ঘরে এখন মায়েদের মোবাইলে সন্তানদের উপবৃত্তি। নারী জাতিকে সম্মানিত করা হয়েছে।’

তিনি বলেন,‘ অন্তর জালায় বিএনপি মরে। দিনের আরাম, রাতের ঘুম নষ্ট করে। অন্তর জালায় মরে, শেখ হাসিনা এত উন্নয়ন কেরে। কী করে পদ্মাসেতু, মেট্রোরেল করে। শেখ হাসিনার উন্নয়ন দেখে মানুষের চোখ জুড়ায় কিন্তু বিএনপির জ্বলে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আপনারা ঠিক আছেন? খেলা তাহলে হবে। মৈশের শিং, অনেক শক্তিশালী ময়মনসিং। আন্দোলনে হবে, নির্বাচনে খেলা হবে। দুর্নীতি, অর্থপাচার, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে খেলা হবে। ময়মনসিংহ প্রস্তুত। শেখ হাসিনার ডাকে খেলা হবে।’

তিনি বলেন, ‘বিএনপি আন্দোলনে পথ হারিয়ে দিশেহারা। দৌঁড়াতে দৌঁড়াতে এখন মানববন্ধনে দাঁড়িয়েছে। কিন্তু মুখের বিষ কমেনি। আরও উগ্র হয়ে গেছে। অশ্রাব্য ভাষায় ২৩ দফা, ১০ দফা, এসব করছে। গণতন্ত্র ধ্বংস করছেন আপনারা, ঠিক করেছে শেখ হাসিনা। জয় বাংলাকে নির্বাসনে পাঠিয়েছেন আপনারা। ৭ মার্চকে নিষিদ্ধ করেছে বিএনপি। তারা বঙ্গবন্ধুর খুনিদের পুরস্কৃত করেছে। তারা ২১ আগস্ট গ্রেনেড হামলা করে শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছে। জীবন থাকতে বিএনপির হাতে এই দেশ তুলে দেব না।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.