‘ধমক দিয়ে সাংবিধানিক অঙ্গীকার ভঙ্গ করেছেন স্বাস্থ্যমন্ত্রী’

0
598
রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে সম্মিলিত সামাজিক আন্দোলন আয়োজিত এক মানববন্ধনে বক্তব্য দেন পঙ্কজ ভট্টাচার্য।

বিদেশ সফরের কারণ জানতে চাওয়ায় সাংবাদিককে ধমক দিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবিধানিক অঙ্গীকার ভঙ্গ করেছেন। এ মন্তব্য করেছেন ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য৷ এর জন্য মন্ত্রীকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি৷

আজ শুক্রবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সম্মিলিত সামাজিক আন্দোলন আয়োজিত এক মানববন্ধনে পঙ্কজ ভট্টাচার্য এসব কথা বলেন৷ ডেঙ্গু আতঙ্ক ও গুজব ছড়িয়ে মানুষ হত্যার বিরুদ্ধে জাগরণ সৃষ্টির আহ্বান জানাতে এই মানববন্ধনের আয়োজন করা হয়৷

দেশে ক্রমবর্ধমান ডেঙ্গু আতঙ্কের মধ্যে গত ২৮ জুলাই সপরিবারে মালয়েশিয়া যান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক৷ বিমানের টিকিট অনুযায়ী ৪ আগস্ট তাঁর ফেরার কথা ছিল৷ কিন্তু সমালোচনার মুখে সফর সংক্ষিপ্ত করে বুধবার রাতে তিনি দেশে ফেরেন৷ গতকাল বৃহস্পতিবার রাজধানীর মিটফোর্ড হাসপাতালে ‘ডেঙ্গু কর্নার’ উদ্বোধন করতে গেলে এক সাংবাদিক তাঁর বিদেশ সফরের কারণ জানতে চান৷ উত্তর না দিয়ে অনেকটা ধমকের সুরে মন্ত্রী ওই সাংবাদিককে থামিয়ে দেন৷

দেশব্যাপী ডেঙ্গুর প্রকোপের পরিস্থিতিকে জাতীয় মহাদুর্যোগ ঘোষণার দাবি জানিয়ে সম্মিলিত সামাজিক আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য পঙ্কজ ভট্টাচার্য বলেন, ‘গোটা বাংলাদেশ বন্যার পানিতে ভাসছে৷ সেই সঙ্গে কাঁপছে ডেঙ্গু আতঙ্কে৷ মানুষের দুর্ভোগকে সামান্যতম পাত্তা না দিয়ে, তাঁদের পথে বসিয়ে স্বাস্থ্যমন্ত্রী সপরিবারে বিদেশ সফরে গেলেন৷ এর কারণ জানতে চাইলে সাংবাদিককে ধমক দিলেন৷ এর মাধ্যমে তিনি সাংবিধানিক অঙ্গীকার ভঙ্গ করেছেন৷ এর জন্য তাঁর জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত৷ আওয়ামী লীগের নেতারা মশা নিয়ে এমনভাবে মশকরা করছেন যে এসব শুনে ডেঙ্গুতে আক্রান্তরাও হাসিতে ফেটে পড়ার অবস্থায় পৌঁছেছেন৷’

পঙ্কজ ভট্টাচার্য আরও বলেন, সারা দেশে ডেঙ্গুতে ৬৯ জনের মৃত্যু হয়েছে৷ সরকারি হিসেবে এই সংখ্যা ১৭-১৮’র ওপরে উঠছেই না৷ এভাবে তথ্য ধামাচাপা দিয়ে লাভ নেই৷ আসল ওষুধ না আনলে ডেঙ্গু কমবে না৷ যাঁরা আসল ওষুধ আনতে বাধা দিচ্ছেন, তাঁরা এডিস মশার ভাই৷ সরকারিভাবে এক সপ্তাহের মধ্যে আসল ওষুধ আনতে হবে৷ সরকার ও সংশ্লিষ্টদের বলছি, মশা নিয়ে মশকরা, এডিসের মাসতুতো ভাইয়ের মতো আচরণ বন্ধু করুন, নইলে দেশ গণঅভ্যুত্থানের দিকে যাবে, রাষ্ট্র নিরর্থক হয়ে যাবে৷ গুজব ছড়িয়ে গণপিটুনিতে মানুষ হত্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন দরকার বলে মন্তব্য করেন পঙ্কজ ভট্টাচার্য৷

সম্মিলিত সামাজিক আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক আজিজুর রহমান বলেন, এডিস মশা নিধনের ওষুধের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে৷ জনগণের দুঃখ-কষ্ট নিয়ে কোনো চিন্তা থাকলে স্বাস্থ্যমন্ত্রী পরিবার নিয়ে বিদেশে ঘুরতে যেতে পারতেন না৷ জনগণের দুঃখ লাঘবে তাঁদের কোনো চিন্তাই নেই৷ তাঁরা আছেন লুটপাটের তালে৷ ডেঙ্গুর প্রকোপের পরিস্থিতিকে জাতীয় মহাদুর্যোগ ঘোষণা করার দাবি জানান তিনি৷

সম্মিলিত সামাজিক আন্দোলনের ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক অধ্যক্ষ সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সালেহ আহমেদের সঞ্চালনায় মানববন্ধনে অন্যদের মধ্যে সংস্কৃতি মঞ্চের উপদেষ্টা সেলু বাসিত, সম্মিলিত সামাজিক আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এ কে আজাদ, নেতা জোবায়ের আলম, জাতীয় শ্রমিকজোটের সাধারণ সম্পাদক নুরুল আমিন প্রমুখ বক্তব্য দেন৷ মানবাধিকারকর্মী জহিরুল ইসলাম মানববন্ধনের ঘোষণাপত্র পড়ে শোনান৷

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.