দ্বিতীয়ার্ধের দুর্দান্ত পারফরম্যান্সে জয়ে ফিরল ইউনাইটেড

0
39
ইউনাইটেড

সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে পাঁচ ম্যাচ পর জয়ের ধারায় ফিরল ম্যানচেস্টার ইউনাইটেড। শনিবার (১৯ অক্টোবর) ইংলিশ প্রিমিয়ার লিগে তিন ম্যাচের জয়খরা কাটায় টেন হাগের শিষ্যরা।

প্রথমার্ধের ইনজুরি টাইমের গোলে এগিয়ে যায় ব্রেন্টফোর্ড। কর্নার থেকে এথান পিনকের হেডে বল জালে জড়ানোর সময় মাঠে ইউনাইটেডের খেলোয়াড় ছিল ১০ জন। প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে সংঘর্ষের কারণে মাথায় আঘাত পাওয়া মাথিয়াস ডি লিটকে রক্তপাত বন্ধ করতে টাচলাইনে যাওয়ার নির্দেশ দেন রেফারি স্যাম ব্যারোট। ১-০ তে লিড নিয়ে বিরতিতে যায় সফরকারীরা।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে ওঠে ইউনাইটেড। ম্যাচের ৪৭তম মিনিটে মার্কাস র‌্যাশফোর্ডের ক্রসে ছয় গজ বক্সের বাঁ পাশ থেকে চমৎকার ভলিতে সমতা ফেরান আলেহান্দ্রো গারনাচো।

সমতাসূচক গোলের ১৫ মিনিট পর ব্রুনো ফার্নান্দেজের ব্যাকহিল পাসে স্বাগতিকদের এগিয়ে দেন রাসমুস হয়লুন্দ। ডেনিস তারকা গোলকিপার মার্ক ফ্লেকেনের মাথার ওপর দিয়ে বল উড়িয়ে জালে জড়ান বল।

উল্লেখ্য, আট ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দশম স্থানে ম্যানচেস্টার ইউনাইটেড। অপরদিকে ১০ পয়েন্ট নিয়ে তালিকার ১২তম স্থানে ব্রেন্টফোর্ড।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.