দোকানে আগুনই লাগেনি, তাঁদের মালপত্র উধাও

0
211
ব্যবসায়ী হাবীবের (ডানে) তিন লাখ টাকার জুতা লুট হয়েছে বলে দাবি তাঁর

ঈদের সপ্তাহখানেক বাকি। এ সময় রাজধানীর নিউ সুপার মার্কেটে বেচাকেনা বেশ জমে ওঠে। ঈদ সামনে রেখে জুতা, শাড়ি, প্যান্ট, শার্টসহ নানা ধরনের পোশাকসামগ্রী দোকানে তুলেছিলেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। কিন্তু আজ শনিবার দুপুরে মার্কেটের সামনের ফুটপাতে গিয়ে দেখা গেল হাঁটুসমান পানি। সেখানে ভাসছিল নানা রঙের জুতা। কয়েকজন ব্যবসায়ী পানিতে নেমে ছড়িয়ে–ছিটিয়ে থাকা সেসব তুলে গুছিয়ে রাখছিলেন। অথচ শুক্রবার রাতেও ক্রেতাদের উপচে পড়া ভিড় ছিল এসব দোকানে। ভোরে এ মার্কেটের তৃতীয় তলায় আগুন লাগার পর সামনের ফুটপাতের দোকানগুলো পোড়েনি। কিন্তু লুট হয়ে গেছে দোকানের অধিকাংশ মালামাল।

এই ক্ষুদ্র ব্যবসায়ীদের একজন মো. হাবীব। প্রায় ১৫ বছর ধরে নিউ সুপার মার্কেটের সামনের ফুটপাতে জুতার ব্যবসা করছেন তিনি। ঈদের আগে দোকানে অন্তত তিন লাখ টাকার নতুন জুতা তুলেছিলেন তিনি। বেচাকেনাও জমে উঠেছিল ভালোই। গতকাল শুক্রবার রাত তিনটার দিকে দোকান বন্ধ করে বাসায় যান। সাহ্‌রি খাওয়ার পর খবর পান, মার্কেটে আগুন লেগেছে। সঙ্গে সঙ্গে চলে আসেন ঘটনাস্থলে। দেখেন নিউ সুপার মার্কেটের তৃতীয় তলায় আগুন জ্বলছে। নিচেই নিজের দোকানের দিকে তাকাতে চোখ আটকে যায় তাঁর। পলিথিন দিয়ে ঢেকে যাওয়া তাঁর জুতার দোকানের অস্তিত্ব নেই। সেখানে জমেছে হাঁটুপানি।

হাবীব বলেন, ‘সাহ্‌রি খাওয়ার পর ঘুমিয়ে পড়েছিলাম। খবর পেয়ে এসে দেখি, আমাদের প্রায় সব মালামাল লুটপাট হয়ে গেছে। ঈদের সময় আমাদের ভালো ব্যবসা হয়। এ জন্য মানুষের কাছ থেকে টাকা হাওলাত করে মালামাল তুলি। এবারও তুলেছি। বেচাকেনা করে যাঁর টাকা তাঁকে দিয়ে দিই। কিন্তু আমাদের তো কিছুই নেই। এখন আমরা ক্যামনে কী করমু।’

শুধু হাবীবের দোকান নয়, ঢাকার নিউ সুপার মার্কেটের সামনে অন্তত ৩০টি দোকানের মালামাল খোয়া গেছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। শনিবার দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত সেখানে দেখা যায়, ফুটপাতের ব্যবসায়ীরা হাঁটুপানিতে নেমে জুতাসহ অন্যান্য জিনিসপত্র খুঁজছিলেন।

পানির ভেতর থেকে জুতাসহ অন্যান্য মালামাল খুঁজছেন ব্যবসায়ীরা
পানির ভেতর থেকে জুতাসহ অন্যান্য মালামাল খুঁজছেন ব্যবসায়ীরা

ফুটপাতের আরেক ব্যবসায়ী আলী আজম। গভীর রাতে দোকান বন্ধ করে যাওয়ার পর আগুন লাগার খবর পেয়ে ছুটে আসেন। কিন্তু দোকানের বেশির ভাগ মালামাল দেখতে না পেয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। আলী আজম বলেন, ‘আমাদের মালামাল সব লুটপাট হয়ে গেছে। আমাদের তো ফুটপাতের দোকান। এখন আমরা নিঃস্ব। এখন আমরা কী করে খাব জানি না।’

শনিবার সকাল সাড়ে ৬টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত নিউ সুপার মার্কেট এলাকায় দেখা যায়, আগুনে ভবনের তৃতীয় তলা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দ্বিতীয় ও প্রথম তলায় পানিতে অনেক দোকানের ক্ষতি হয়েছে। মার্কেটের আশপাশের ফুটপাতের দোকানের শার্ট, প্যান্ট, শাড়ি, জুতাসহ সব পণ্য ভিজে গেছে।

৪ এপ্রিল ভোরে রাজধানীর বঙ্গবাজারে আগুনের ঘটে। সেই আগুনে সর্বস্বান্ত বঙ্গবাজারের ব্যবসায়ীরা এখন চৌকি পেতে পণ্য বিক্রি করছেন। চেষ্টা করছেন ঘুরে দাঁড়ানোর। এর ১১ দিন পর আবার নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।

বঙ্গবাজারের পর নিউ সুপার মার্কেটের ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলছেন, ঈদের আগে এই আগুন তাঁদের সর্বস্বান্ত করে ফেলেছে। ধারদেনা করে যে মালামাল তুলেছিলেন, তা–ও পুড়ে গেল।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ইব্রাহীম বলেন, ‘আমি ধোঁয়ার জন্য কোনো মালামাল নিয়ে আসতে পারিনি। আমার ক্যাশে ছিল দেড় লাখ টাকা। আর মালামাল ছিল ২৫ লাখ টাকার। আশা ছিল চাঁদরাত পর্যন্ত বেচুম। কিন্তু কিছুই করতে পারলাম না।’

আজ ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সাড়ে তিন ঘণ্টা পর সকাল ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণ এলেও নির্বাপণ করতে সময় লাগবে।

আসাদুজ্জামান

ঢাকা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.