দেশের বাজারে কোপাইলট চ্যাটবটযুক্ত নতুন দুই ল্যাপটপ

0
32
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির কোপাইলট চ্যাটবটযুক্ত নতুন দুই মডেলের লেনোভো ল্যাপটপ লেনোভো

দেশের বাজারে মাইক্রোসফটের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির কোপাইলট চ্যাটবটযুক্ত নতুন দুই মডেলের ল্যাপটপ এনেছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি। লেনোভো আইডিয়া প্যাড স্লিম ফাইভ আই ৮৩ডিএ০০৮বিএলকে ও ৮৩ডিএ০০৮সিএলকে মডেলের ল্যাপটপ দুটিতে ইন্টেলের শক্তিশালী মেটিওর লেক কোর আলট্রা ৭–১৫৫এইচ প্রসেসর থাকায় সহজেই কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর বিভিন্ন কাজ করার পাশাপাশি কনটেন্ট (আধেয়) তৈরি করা যায়। ল্যাপটপ দুটির দাম ধরা হয়েছে যথাক্রমে ১ লাখ ৪ হাজার টাকা ও ১ লাখ ২৮ হাজার টাকা। গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৪ ইঞ্চি ওএলইডি পর্দার ল্যাপটপ দুটিতে ১৬ গিগাবাইট ডিডিআর৫এক্স–৭৪৬৭ র‍্যাম ও ১ টেরাবাইট ধারণক্ষমতা থাকায় একসঙ্গে একাধিক সফটওয়্যার ব্যবহার করা যায়। শুধু তা–ই নয়, টিইউভি লো ব্লু লাইট প্রযুক্তির ল্যাপটপ দুটি একটানা দীর্ঘ সময় ব্যবহার করলেও চোখের ক্ষতি হয় না।

ডলবি অ্যাটমস অপ্টিমাইজড প্রযুক্তির স্টেরিও স্পিকারযুক্ত ল্যাপটপ দুটিতে ফুল এইচডি আইআর ক্যামেরা ও উইন্ডোজ হ্যালো বায়োমেট্রিক নিরাপত্তা–সুবিধা রয়েছে। ওয়াই–ফাই ৬ই ও ব্লুটুথ ৫.২ প্রযুক্তি সমর্থন করা ল্যাপটপ দুটিতে দুই বছরের বিক্রয়োত্তর সেবাও পাওয়া যাবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.