তিন ওয়ানডে এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ইংল্যান্ড। আগামী ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশে পা রাখবে তারা। এই সিরিজের আগে কয়েক ম্যাচের জন্য মুলতান সুলতানের হয়ে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ডাক পেয়েছিলেন টাইগার পেসার তাসকিন আহমেদ। তবে ইংল্যান্ড সিরিজের প্রস্তুতির কথা ভেবে পিএসএলে খেলার প্রস্তাব ফিরিয়ে দিলেন টাইগার এই পেসার।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শেষদিকে চোটে পড়া তাসকিন ওমরাহ করে দেশে পা রেখে ফিরেছেন অনুশীলনে। চোট থেকে সেরে ওঠা তাসকিন ফের চোটে পড়ে জাতীয় দলকে সেবা দেয়া থেকে বিরত থাকতে চান না।
শনিবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘যেহেতু গুরুত্বপূর্ণ একটি সিরিজ। কয়েক ম্যাচের জন্য যদি প্রস্তাব আসে, কয়েক ম্যাচের জন্য গিয়ে যদি এই খেলা মিস করি সেটা খারাপ দেখাবে। যেহেতু আমার একটা নিগেল ছিল, ইনজুরি থেকে (সেরে) উঠছি। আমার পুরোপুরি ফিট হওয়াটা গুরুত্বপূর্ণ।’
এর আগে গেল বছর আইপিএলেও খেলার প্রস্তাব পেয়েছিলেন তাসকিন আহমেদ। সেবারও জাতীয় দলকে প্রাধন্য দিতে আইপিএলকে না করে দিয়েছিলেন তারকা এই পেসার। তাসকিন বলেন, ‘বোর্ড থেকে পুরস্কৃত করেছে (গতবার আইপিএল না খেলায়)। ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার চেয়ে দেশের হয়ে খেলাটাই মূল লক্ষ্য। আইপিএল খেলতে পারিনি বলে আক্ষেপ নেই। ভালো করলে সামনে আরও সুযোগ আসবে। দিনশেষে জাতীয় দলে খেলার জন্যই তো কষ্ট করা।’