ডিম-মুরগির ন্যায্যমূল্য চান প্রান্তিক খামারি ও ডিলাররা

0
96
ডিম-মুরগি

ডিম ও মুরগির ন্যায্যমূল্য নির্ধারণ এবং পোলট্রি ফিডের দাম কমানোর দাবি জানিয়েছেন প্রান্তিক খামারি ও ডিলাররা। শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে তাঁরা এসব দাবি জানান। প্রান্তিক ডিলার ও খামারিদের সংগঠন বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন এই কর্মসূচি আয়োজন করে।

সমাবেশে খামারিরা করপোরেট কোম্পানিগুলোর আধিপত্য বিস্তারের কারণে আন্তর্জাতিক বাজারে পোলট্রি ফিডের দাম কমলেও এ দেশে কমছে না বলে অভিযোগ করেন। তাঁরা বলেন, আসন্ন বাজেটে ২০ শতাংশ ডিম মুরগি উৎপাদনকারী সিন্ডিকেট করপোরেট গ্রুপগুলোর সব সুযোগ-সুবিধা বাতিল করে ৮০ শতাংশ উৎপাদনকারী প্রান্তিক পর্যায়ের খামারিদের সুরক্ষা দিতে হবে। একই সঙ্গে ক্ষুদ্র খামারিদের ১ হাজার কোটি টাকার তহবিল গঠন করে সব ব্যাংক থেকে ঋণের ব্যবস্থা করে উৎপাদনে ধরে রাখতে হবে।

তাঁরা আরও বলেন, কোম্পানিগুলোর কাছে ডিলার ও খামারিরা জিম্মি হয়ে পড়েছেন। সিন্ডিকেটের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়া হলে ডিম-মুরগি বেশি দামে কিনতে হবে। অন্যদিকে পোলট্রি খামারিদের রক্ষায় প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিএলএস কর্মকর্তাদের কোনো ভূমিকা দেখা যাচ্ছে না। তারা করপোরেটদের সব সুযোগ-সুবিধা দিয়ে যাচ্ছেন।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের সভাপতি সুমন হাওলাদার, সাধারণ সম্পাদক ইলিয়াস খন্দকার, সহসভাপতি বাপ্পি কুমার দে প্রমুখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.