‘দৃশ্যম’ অভিনেত্রীর অন্য রকম স্পা সেন্টারের কথা আপনি হয়তো জানেন না

0
161
শ্রিয়া সরণ।

প্রায় দুই যুগের অভিনয় ক্যারিয়ার। এই দীর্ঘ ফিল্মি ভ্রমণে তাঁকে দেখা গেছে হিন্দি, তেলেগু, তামিলসহ ভারতের বিভিন্ন ভাষার সিনেমায়। তবে ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজিতে অভিনয় করে সর্বভারতীয় দর্শকের কাছে ব্যাপক পরিচিতি পেয়েছেন শ্রিয়া সরণ। ১১ সেপ্টেম্বর এই অভিনেত্রীর জন্মদিন। এ উপলক্ষে টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক শ্রিয়া সম্পর্কে কয়েকটি তথ্য।

দীর্ঘ ক্যারিয়ারে নানা ধাঁচের সিনেমা করেছেন। কখনো তাঁকে দেখা গেছে পুরোপুরি বাণিজ্যিক ধারার সিনেমায়, কখনো আবার করেছেন সমালোচক–প্রশংসিত ছবিতে
দীর্ঘ ক্যারিয়ারে নানা ধাঁচের সিনেমা করেছেন। কখনো তাঁকে দেখা গেছে পুরোপুরি বাণিজ্যিক ধারার সিনেমায়, কখনো আবার করেছেন সমালোচক–প্রশংসিত ছবিতে, ইনস্টাগ্রাম থেকে

দক্ষিণ ভারতের বিভিন্ন ভাষার সিনেমায় দেখা গেছে তাঁকে। এ জন্য আগে হিন্দি সিনেমার দর্শকের চেয়ে দক্ষিণি দর্শকের কাছেই তাঁর পরিচিতি ছিল বেশি
দক্ষিণ ভারতের বিভিন্ন ভাষার সিনেমায় দেখা গেছে তাঁকে। এ জন্য আগে হিন্দি সিনেমার দর্শকের চেয়ে দক্ষিণি দর্শকের কাছেই তাঁর পরিচিতি ছিল বেশি, ইনস্টাগ্রাম থেকে

২০১৫ সালে ‘দৃশ্যম’-এর হিন্দি রিমেকে অভিনয় করেন শ্রিয়া। এ সিনেমার ব্যাপক সাফল্য তাঁকে ভারতজুড়ে পরিচিতি এনে দেয়। গত বছরও ‘দৃশ্যম ২’-এ অজয় দেবগনের স্ত্রীর চরিত্রে অভিনয় করেন। এ ছবিও সুপারহিট হয়
২০১৫ সালে ‘দৃশ্যম’-এর হিন্দি রিমেকে অভিনয় করেন শ্রিয়া। এ সিনেমার ব্যাপক সাফল্য তাঁকে ভারতজুড়ে পরিচিতি এনে দেয়। গত বছরও ‘দৃশ্যম ২’-এ অজয় দেবগনের স্ত্রীর চরিত্রে অভিনয় করেন। এ ছবিও সুপারহিট হয়, ইনস্টাগ্রাম থেকে

শ্রিয়ার সরণ আজ ৪১ বছরে পা দিলেন। তবে ৪০ পেরোলেই এখনো তিনি ঈর্ষণীয় ফিটনেস ধরে রেখেছেন। এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, ফিটনেস ধরে রাখতে যোগব্যায়াম করেন আর নিয়ম মেনে খাবার খান। এ ছাড়া তিনি ছোটবেলা থেকে কত্থক নাচের অনুশীলন করেন। এটি তাঁকে ফিট থাকতে সাহায্য করে
শ্রিয়ার সরণ আজ ৪১ বছরে পা দিলেন। তবে ৪০ পেরোলেই এখনো তিনি ঈর্ষণীয় ফিটনেস ধরে রেখেছেন। এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, ফিটনেস ধরে রাখতে যোগব্যায়াম করেন আর নিয়ম মেনে খাবার খান। এ ছাড়া তিনি ছোটবেলা থেকে কত্থক নাচের অনুশীলন করেন। এটি তাঁকে ফিট থাকতে সাহায্য করে, ইনস্টাগ্রাম থেকে

অভিনয়ের বাইরে নানা জনহিতকর কাজের সঙ্গে জড়িত শ্রিয়া। অনেকেই জানেন না, ২০১১ সালে মুম্বাইতে একটি স্পা সেন্টার চালু করেন শ্রিয়া। এই স্পা সেন্টারের সব কর্মচারীই দৃষ্টিপ্রতিবন্ধী। দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য এমন উদ্যোগের জন্য দারুণভাবে প্রশংসিত হন শ্রিয়া
অভিনয়ের বাইরে নানা জনহিতকর কাজের সঙ্গে জড়িত শ্রিয়া। অনেকেই জানেন না, ২০১১ সালে মুম্বাইতে একটি স্পা সেন্টার চালু করেন শ্রিয়া। এই স্পা সেন্টারের সব কর্মচারীই দৃষ্টিপ্রতিবন্ধী। দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য এমন উদ্যোগের জন্য দারুণভাবে প্রশংসিত হন শ্রিয়া,  ইনস্টাগ্রাম থেকে

চলতি বছর অভিনয়ের দিক থেকে দারুণ সময় কাটাচ্ছেন শ্রিয়া। তাঁকে দেখা গেছে কন্নড় সিনেমা ‘কবজা’ ও হিন্দি সিনেমা ‘মিউজিক স্কুল’-এ। সামনে তাঁকে দেখা যাবে তামিল সিনেমা ‘নারাগাসুরান’-এ
চলতি বছর অভিনয়ের দিক থেকে দারুণ সময় কাটাচ্ছেন শ্রিয়া। তাঁকে দেখা গেছে কন্নড় সিনেমা ‘কবজা’ ও হিন্দি সিনেমা ‘মিউজিক স্কুল’-এ। সামনে তাঁকে দেখা যাবে তামিল সিনেমা ‘নারাগাসুরান’-এইনস্টাগ্রাম থেকে

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.