ফুটবলের ময়দানী লড়াইটা ৯০ মিনিটের। তবে জিততে বা হারতে খুব বেশি সময় লাগে না। লিভারপুল যেমন অ্যানফিল্ডে মাত্র ১৭ মিনিটে ব্যবধান গড়ে দিল। তাতেই লিগের তৃতীয় ম্যাচে আর্সেনালের বিপক্ষে বড় জয় তুলে নিল লিগে সর্বশেষ মৌসুমে দুইয়ে শেষ করা অলরেডসরা। দলের জয়ে দারুণ দুই গোল করেছেন মিসর তারকা মোহামেদ সালাহ।
ম্যাচের ৪১ মিনিটে প্রথম গোল পায় লিভারপুল। দলকে লিড এনে দেন ক্যামেরুন তারকা জোয়েল মাতিপ। ওই লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে দু’দল। দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে আবার গোল পায় জার্গেন ক্লপের দল। পেনাল্টি থেকে দলকে ২-০ গোলের লিড এনে দেন সালাহ। এরপর ৫৮ মিনিটে আবার সালাহ শো’। ব্রাজিল ডিফেন্ডার ফ্যাবিনহোর পাস ধরে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোল করেন সালাহ।
ম্যাচের আগে দারুণ লড়াইয়ের ঘোষণা দেওয়া আর্সেনাল কোনঠাসা হয়ে পড়ে। তাদের সামনে তখন লিভারপুলের মাঠ থেকে বড় ব্যবধানে হেরে ফেরার চোখ রাঙানি। তবে বাকি সময়টা গানাররা ক্লপের দলকে আটকে রাখতে সক্ষম হয়। উল্টো ম্যাচের ৮৫ মিনিটে উরুগুয়ে মিডফিল্ডার লুকাস তোরেইরা গোল করে গানারদের হারের ব্যবধান কমান। লিভারপুলকে ক্নিন শিট থেকে বঞ্চিত করেন তিনি।
আর্সেনাল হারলেও পুরো ম্যাচে লিভারপুলের বিপক্ষে বল দখলের লড়াই ধরে রাখে। ম্যাচের ৪৭ ভাগ বল তারা নিজেদের পায়ে রাখে। গোলের লক্ষ্যে শটও নেয় চারটি। এর মধ্যে তিনটি শট ছিল গোলের লক্ষ্যে। কিন্তু গোল পায়নি তারা। লিভারপুল অবশ্য সফল পাসের ন্যায় গোলবারে গানারদের চেয়ে বেশি আক্রমণ শেনেছে। এ নিয়ে মৌসুমের শুরুর তিন ম্যাচের জয় পেল লিভারপুল। পয়েন্ট টেবিলে শীর্ষস্থান ধরে রাখলো। অল রেডসরা ছাড়া চলতি মৌসুমে ইংলিশ লিগের বাকি প্রত্যেক দলই এরই মধ্যে পয়েন্ট হারিয়েছে।