দুর্দান্ত জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

0
30
আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে জয়ের খুব কাছে গিয়েও হতাশার হার নিয়ে মাঠ ছেড়েছিল বাংলাদেশ দল। কিন্তু দ্বিতীয় ম্যাচে ব্যাটে-বলে পারফরম্যান্স করে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা। এদিন আফগানদের ৬৮ রানে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে শান্ত-মিরাজরা।
 
শনিবার (৯ নভেম্বর) আগে ব্যাট করতে নেমে আফগানিস্তানকে ২৫৩ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। জবাব দিতে নেমে ৩৯ বল হাতে থাকতেই ১৮৪ রানে অলআউট হয় আফগানিস্তান। এতে ৬৮ রানের জয় পায় বাংলাদেশ।
 
চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি আফগানরা। ২ রান করে শুরুতেই সাজঘরে ফেরেন ওপেনার রহমানুল্লাহ গুরবাজ। তবে রহমত শাহকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামলানো চেষ্টা করেন সেদিকুল্লাহ আতাল।
 
১৭তম ওভারে নাসুম আহমেদকে বোলিংয়ে আনেন অধিনায়ক শান্ত। আর এক বছর পর বল করতে এসে প্রথম বলেই সেদিকুল্লাহকে আউট করে দলকে ব্রেক থ্রু এনে দেন এই বাঁহাতি স্পিনার। ৫১ বলে ৩৯ রান করেন সেদিকুল্লাহ। এতে দলীয় ৭০ রানে দুই উইকেট হারায় আফগানিস্তান।
 
চতুর্থ উইকেটে হাশমতুল্লাহ শাহিদীকে সঙ্গে নিয়ে রান তুলছেন রহমত শাহ। ৭৪ বলে ফিফটি তুলে নেন এই ডান হাতি ব্যাটার। ২৯তম ওভারের শেষ বলে হাশমতুল্লাহকে (১৭) সাজঘরে ফেরান মোস্তাফিজ। পরের ওভারের প্রথম বলে আজমতুল্লাহকে বোল্ড করেন নাসুম। তিন বল পরেই রহমত শাহ রান আউট হলে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে আফগানিস্তান।
 
গুলবাদিন নাইবকে সঙ্গে নিয়ে সপ্তম উইকেটে দলের হাল ধরার চেষ্টা করেন মোহাম্মদ নবী। তবে ইনিংস লম্বা করতে পারেননি গুলবাদিন। ২৪ বলে ২৬ রান করে শরিফুলের বলে ক্যাচ আউট হন এই ডান হাতি ব্যাটার।
 
৩৭ ওভারে নবীকে বোল্ড করে টাইগারদের জয়ের পথে এগিয়ে নেন মিরাজ। এরপর নাঙ্গেয়ালিয়া খারোতে (৪), রশিদ খান ১৪ এবং আল্লাহ গজানফর ১ রানে আউট হলে ৩৯ বল হাতে থাকতেই ১৮৪ রানে অলআউট হয় আফগানিস্তান। এতে ৬৮ রানের জয় পায় বাংলাদেশ।
 
বাংলাদেশের সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন নাসুম আহমেদ। এ ছাড়াও মেহেদী হাসান মিরাজ এবং মোস্তাফিজুর রহমান দুটি করে উইকেট নেন। আর শরিফুল ইসলাম এবং তাসকিন আহমেদ নেন একটি করে উইকেট।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.