দুর্গাপূজাকে ঘিরে যেকোনো হীন উদ্দেশ্য ব্যর্থ করে দিতে হবে: মির্জা ফখরুল

0
16

আসন্ন দুর্গাপুজা উপলক্ষে ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে সজাগ থাকতে হবে। পূজাকে ঘিরে যেকোনো ধরণের হীন উদ্দেশ্য ব্যর্থ করে দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১৭ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।

মির্জা ফখ্রুল বলেন, কখনো কখনো স্বার্থান্বেষী মহল সুদুরপ্রসারী চক্রান্তের মাধ্যমে জাতির ভেতরে সাম্প্রদায়িক বিভাজনের রেখা টেনে অরাজক পরিস্থিতি তৈরি করে। তারা অবিশ্বাস এবং আস্থার বিষাক্ত বীজ বপন করে অসৎ রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করে।

বিবৃতিতে তিনি আরও বলেন, দুর্গাপুজাকে কেন্দ্র করে কেউ যাতে চক্রান্ত, ষড়যন্ত্র, নাশকতা সৃষ্টি করতে না পারে সেজন্য বিএনপি নেতাকর্মীসহ সমমনা দল ও আপামর জনগণকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি। যাতে শান্তি ও সহাবস্থানের মধ্য দিয়ে দুর্গাপূজা নির্বিঘ্নে শেষ হতে পারে। এ সময় পূজামন্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিতে বিএনপি নেতাকর্মীদের অতন্দ্র প্রহরীর মতো কাজ করার কোথাও বলেন তিনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.