দুদিন আগেই তুরস্ক-সিরিয়ায় বড় ভূমিকম্পের ভবিষদ্বাণী করেছিলেন গবেষক!

0
156
ছবি: টুইটার থেকে নেওয়া

ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় এ পর্যন্ত প্রায় চার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। সোমবার ভোরে আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের ঠিক দুদিন আগে এমন একটি ভবিষ্যদ্বাণী করেছিলেন বলে জানা গেছে।

নেদারল্যান্ডসভিত্তিক সোলার সিস্টেম জিওম্যাট্রি সার্ভে’র (এসএসজিইওএস) গবেষক ফ্রাঙ্ক হুজারবিটস গত শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় টুইটার পোস্টে বলেছিলেন, ‘আগেপরে এই অঞ্চলে (দক্ষিণ-মধ্য তুরস্ক, জর্ডান, সিরিয়া ও লেবানন) কমবেশি সাড়ে ৭ মাত্রার ভূমিকম্প হতে যাচ্ছে।’

আজ মঙ্গলবার সকাল পর্য হুজারবিটসের টুইটার পোস্টটি চার কোটির বেশি মানুষ দেখেছে। মন্তব্য পড়েছে প্রায় ২০ হাজার আর লাইক পড়েছে দেড় লাখের বেশি।

ফ্রাঙ্ক হুজারবিটসের ওই টুইট শেয়ার করেছেন অনেকেই। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব বিস্টলের ডেপুটি গভর্নর ও জ্বালানি ও পরিবেশ বিষয়ক তুর্কি গবেষক ড. হাসান তানরিসেবেন ভূমিকম্পের ঘণ্টা তিনেকের মধ্যে হুজারবিটসের ওই টুইটটি রিটুইট দেন। সেখানে হাসান বলেন, ‘অনাকাঙ্ক্ষিতভাবে, মধ্য রাতে আপনার ভবিষ্যদ্বাণী করা ভূমিকম্পটি ঘটে গেল।’

নেদারল্যান্ডসের ফুটবল কোচ মার্ক ওট তার ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে হুজারবিটসের ওই পোস্ট রিটুইট করে বলেছেন, ‘আপনি সঠিক ছিলেন।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.