দুদিনের মধ্যে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ছড়াতে পারে শৈত্যপ্রবাহ

0
12
হিমালয় পেরিয়ে শীতল বাতাস দেশে আসায় মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ শুরু
হিমালয় পেরিয়ে শীতল বাতাস দেশে আসায় মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। এরই মধ্যে পঞ্চগড়, চুয়াডাঙ্গা ও পাবনায় শৈত্যপ্রবাহ বইছে। আগামী দুই দিনের মধ্যে এটি দেশের উত্তরাঞ্চল থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ছড়িয়ে যেতে পারে।
 
শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে আবহাওয়াবিদরা এসব তথ্য জানিয়েছেন।
 
আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, আরও তিন দিন এ শৈত্যপ্রবাহ স্থায়ী হতে পারে। ১৬ ডিসেম্বরের পর তাপমাত্রা বেড়ে ১৯ ডিসেম্বর থেকে তা আবার কমতে শুরু করবে। শৈত্যপ্রবাহ রাজশাহী ও রংপুর বিভাগের পাশাপাশি খুলনা, সিলেট বিভাগে ছড়িয়ে পড়তে পারে। গত বছরের চেয়ে এবার যে শীত বেশি। তা এরই মধ্যে দৃশ্যমান। গত বছরের এসময় তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। এবার একই সময়ে তাপমাত্রা ১-২ ডিগ্রি কমেছে।
 
আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা বলেন, প্রতিবছর ২০ ডিসেম্বর কিংবা তার পরে ঘন-কুয়াশা দেখা যেত। এবার এরই মধ্যে রাজধানীসহ সারাদেশে কুয়াশা দেখতে পারছি। এখানে বায়ুদূষণের একটা প্রভাব রয়েছে। এবছর এমন হতে পারে ‘ফিলস লাইক’ বেশি হতে পারে। যেমন: তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস হলেও অনুভূতি হতে পারে ৮ থেকে ৯ ডিগ্রির মতো।
 
এ বছর জানুয়ারিতে শীত বাড়বে, তবে তাপমাত্রা কততে নামতে পারে সেটি বলা যাচ্ছে না বলে জানান এ আবহাওয়াবিদ।
 
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বলেন, হিমালয় পেরিয়ে আসা শীতল বাতাস দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ছে। ফলে শীতের অনুভূতি বেড়ে গেছে। আগামী দুই দিন শৈত্যপ্রবাহ চলার পর বঙ্গোপসাগর থেকে একটি বড় মেঘমালা আসতে পারে। এতে শীতের তীব্রতা কিছুটা কমতে পারে। দুই দিন শীত কম থাকার পর আবার শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.