দুদকের মামলায় সাবেক খাদ্য সচিব ইসমাইল গ্রেপ্তার

0
9
সাবেক খাদ্য সচিব ইসমাইল হোসেন
দুদকের করা মানিলন্ডারিং প্রতিরোধ আইনের মামলায় সাবেক খাদ্য সচিব ইসমাইল হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
 
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের অবকাশকালীন বিচারক মো. ইব্রাহিম মিয়া এ আদেশ দেন।
 
গ্রেপ্তারের আবেদনে দুদক জানিয়েছে, ৬৫টি ব্যাংক একাউন্টে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সন্দেহজনকভাবে ৪৩ কোটি টাকা লেনদেন করেছেন। এর সঙ্গে ইসমাইল হোসেনের সংশ্লিষ্টতা রয়েছে বলে তদন্তে বেরিয়ে আসার দাবি দুদকের।
 
এর আগে শনিবার যুক্তরাষ্ট্র যাওয়ার সময় বিমানবন্দর থেকে ইসমাইল হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাকে দুদিনের রিমান্ডে পাঠানো হয়েছিল।
 
জানা যায়, আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত ইসমাইল হোসেনের জামিন আবেদন নামঞ্জুর করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.