দুর্নীতি দমন কমিশনের (দুদক) একজন কমিশনার নিয়োগে যোগ্য ব্যক্তি বাছাই করে সুপারিশ দিতে পাঁচ সদস্যের বাছাই কমিটি গঠন করেছে সরকার। এতে প্রধান করা হয়েছে আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমকে।
আজ সোমবার এই কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বাছাই কমিটির সদস্যরা হলেন হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান, মহা–হিসাবনিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন ও সর্বশেষ অবসরে যাওয়া মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার।
দুদকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন সাবেক জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ। তিনি ২০২১ সালের মার্চে এই পদে নিয়োগ পেয়েছিলেন। এ ছাড়া কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন মো. মোজাম্মেল হক খান ও মো. জহুরুল হক। এর মধ্যে মোজাম্মেল হক খান এই পদে যোগ দিয়েছিলেন ২০১৮ সালের ২ জুলাই। অর্থাৎ তাঁর দায়িত্ব পালনের মেয়াদ শেষ হতে চলছে।
মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, বাছাই কমিটি কমিশনারের শূন্য পদের বিপরীতে দুজন ব্যক্তির তালিকা প্রণয়ন করে রাষ্ট্রপতির কাছে দেবেন।