দুই মামলায় খালাস পেলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন

0
10
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন
জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জন ও নাশকতার পৃথক দুই মামলায় খালাস পেয়েছেন বিএনপি সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী।
 
মঙ্গলবার (১৯ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৮-এর বিচারক মঞ্জুরুল হোসেন দুর্নীতি মামলায় খালাস দেন। এ ছাড়া গুলশান থানার নাশকতার মামলায় ২১ মাসের সাজা বাতিল করে তাকে খালাস দিয়েছেন আদালত। আপিল শুনানি শেষে ঢাকার বিশেষ জজ আদালত-১-এর বিচারক আবুল কাশেম তাকে খালাস দেন।
 
আসামিপক্ষের আইনজীবী আনিসুর রহমান এ তথ্য জানিয়েছেন।
 
দুদকের মামলার সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ১৮ ডিসেম্বর দুদক কর্তৃক জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর বিরুদ্ধে রমনা থানায় একটি মামলা করা হয়।
 
মামলায় বলা হয়, আলতাফ হোসেন চৌধুরী নিজ নামে এবং স্ত্রী সুরাইয়া আক্তার চৌধুরীর নামে ১ কোটি ৫৩ লাখ ৫২ হাজার ৩০০ টাকার সম্পদ অর্জন-দখলে রেখে এবং সে তথ্য গোপন করে ২০০৪ সালের দুদক আইনের ২৬ (২) এবং ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। পরে ২০০৮ সালের ২২ জুন এই মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়। এ মামলায় অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন আদালত।
 
নাশকতার মামলার অভিযোগ থেকে জানা যায়, আসামিরা ২০১১ সালের ৪ জুন গুলশান থানাধীন মহাখালী ওয়ারলেস গেট পানির ট্যাংকির সামনে রাস্তার ওপর অবৈধ সমাবেশ থেকে পুলিশের কাজে বাধা দেন এবং তাদের আক্রমণ করেন। রাস্তার চলাচলরত গাড়ি ভাঙচুর ও আগুন ধরিয়ে দেন।
 
২০১৪ সালের ২৯ এপ্রিল মামলাটি তদন্তের পর গুলশান থানার এসআই কামরুল হাসান তালুকদার আদালতে চার্জশিট দাখিল করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.