ঢাকার অদূরে আশুলিয়ায় দুটি বাসের আগে যাওয়ার প্রতিযোগিতার মধ্যে পড়ে মেহেদী হাসান (৩২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে সাতটার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জিরাবো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মেহেদী হাসান রাজধানী ঢাকার ডেমরা থানার টুলটুলিয়া এলাকার মো. মাজেদ ওরফে বাহারুলের ছেলে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা আলী নুর পরিবহন নামের ওই দুটি বাসে আগুন ধরিয়ে দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, আজ সকালে আলী নুর পরিবহনের দুই বাস টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়ক হয়ে আব্দুল্লাহপুরের দিকে যাচ্ছিল। জিরাবো এলাকায় সকাল সাড়ে সাতটার দিকে বাস দুটির আগে যাওয়ার প্রতিযোগিতার সময় মাঝখানে চাপা পড়ে মোটরসাইকেল আরোহী মেহেদী হাসান নিহত হন। পরে স্থানীয় বিক্ষুব্ধ জনতা বাস দুটিকে আটক করলে যাত্রীরা নেমে যান। এরপর বিক্ষুব্ধ জনতা আগুন ধরিয়ে দেন।
জিরাবো ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কবির হোসেন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁরা বাস দুটির আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। আগুনের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। নিহত মোটরসাইকেল আরোহীর মরদেহ থানা-পুলিশ উদ্ধার করে নিয়ে যায়।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন বলেন, এক মোটরসাইকেল আরোহীর নিহত হওয়ার ঘটনায় উত্তেজিত জনতা দুটি বাসে আগুন ধরিয়ে দেন। পরে রেকার দিয়ে সড়ক থেকে বাস দুটিকে সরিয়ে নেওয়া হয়েছে।
এসআই মাসুদ আল মামুন বলেন, নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।