দুই দেশ থেকে ১১৩৭ কোটি টাকার এলএনজি কিনবে সরকার

0
39
তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি)

জ্বালানির চাহিদা মেটাতে দুই দেশ থেকে এক হাজার ১৩৭ কোটি ১৪ লাখ টাকার দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির অনুমোদন দিয়েছে সরকার।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের প্রেক্ষিতে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, যুক্তরাজ্যের মের্সাস টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড থেকে ৫৬৭ কোটি ৮৫ লাখ ৩৯ হাজার ৭৭৬ টাকার এক কার্গো এলএনজি আমদানি করা হবে।

এ ছাড়া সিঙ্গাপুরের মের্সাস গানভর সিঙ্গাপুর পিটিই লিমিটেড থেকে ৫৬৯ কোটি ২৯ লাখ ২৭ হাজার ৯৬৮ টাকার এক কার্গো এলএনজি আমদানি করবে সরকার।

সভায় এলএনজি ছাড়াও সয়াবিন তেল, চাল, সার ও রাইস ব্রাণ তেল আমদানির অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.