দুই ঘন্টা পর গোল বাতিল, আর্জেন্টিনার হার

0
60
আর্জেন্টিনা

ঐতিহাসিক বিতর্ক দিয়ে শুরু হয়েছে প্যারিস অলিম্পিকের পুরুষ ফুটবল আসর। আর এতে জেতার ২ ঘণ্টা পর ২-১ গোলে মরক্কোর কাছে হেরেছে আর্জেন্টিনা।

বুধবার (২৪ জুলাই) ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে এ ঘটনা ঘটে।

এদিন ম্যাচের প্রথমার্ধেই এগিয়ে যায় মরক্কো। প্রথমার্ধে ইনজুরি টাইমে দলকে এগিয়ে দেন সোফিয়ান রাহিমি। বিরতি থেকে ফিরে ২-০ গোলের লিড পেয়ে যায় মরক্কানরা। ফের আর্জেন্টিনার জালে বল জড়িয়ে পেনাল্টি থেকে দলের ও নিজের দ্বিতীয় গোল করেন রাহিমি। এরপর গোল শোধে মরিয়া হয়ে দুর্দান্ত কামব্যাক করে আর্জেন্টিনা। ম্যাচের ৬৮তম মিনিটে ব্যবধান কমান গুইলিয়ানো সিমিওনে। পরবর্তীতে একের পর এক আক্রমণ চালায় তারা।

ম্যাচের শেষ দিকে যোগ করা সময়েরে ১৬তম মিনিটে আর্জেন্টিনাকে সমতায় ফেরান ক্রিশ্চিয়ান মেডিনা। তবে মরক্কোর দর্শকদের কেন্দ্র করে মাঠে উত্তেজনা ছড়ালে ২ ঘন্টা বন্ধ থাকে ম্যাচ। এর ২ ঘন্টা পর ভিএআর যাচাইয়ের মাধ্যমে মেডিনার গোলটি বাতিল করা হয়। এরপর ৩ মিনিট খেলা হলেও আর সমতা ফেরাতে পারেনি হাভিয়ের মাশচেরানোর শিষ্যরা। তাই হার দিয়েই অলিম্পিক শুরু করলো আর্জেন্টিনা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.