দুই কারণে খোলাবাজারে হঠাৎ বেড়েছে ডলারের দাম

0
11
মার্কিন ডলার
খোলাবাজারে ডলারের দাম অনেকটা বেড়ে গেছে। গত এক সপ্তাহের কিছু বেশি সময়ের মধ্যে কেনা–বেচা উভয় ক্ষেত্রেই ডলারের দাম অন্তত ৪ টাকা বেড়েছে বলে বাজারের সূত্রে জানা গেছে। একই সঙ্গে প্রবাসী আয়ের ডলারের দামও বেড়েছে। দুটো কারণে ডলারের দাম হঠাৎ করেই বেড়েছে বলে ব্যাংকাররা জানিয়েছেন।
 
খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীর খোলাবাজারে প্রতি ডলার কেনা হচ্ছে ১২৬ টাকা ৭০ পয়সায়, আর বিক্রি হচ্ছে ১২৭ টাকা ৫০ পয়সা দামে। মাত্র ১০ দিন আগেও খোলাবাজারে ডলার কেনা হয়েছে ১২২ টাকা ৫০ পয়সায়। তখন ওই ডলার বিক্রি হয়েছে ১২৩ টাকায়।
 
মূলত দুটো কারণে খোলাবাজারে ডলারের দাম বেড়েছে বলে জানা গেছে। প্রথমত, বিদেশগামী যাত্রীদের পক্ষ থেকে ডলারের চাহিদা ব্যাপকভাবে বেড়েছে। বিশেষ করে ডিসেম্বর মাসে অনেকে ছুটি কাটাতে বিদেশে যাচ্ছেন, ফলে তাঁরা ডলারের চাহিদা বাড়িয়েছেন। আর বাড়তি চাহিদা মেটাতে অতিরিক্ত দামে প্রবাসী আয় বা রেমিট্যান্স কেনা হচ্ছে।
 
এ ছাড়া আমদানি দায় মেটাতেও ব্যাংকগুলো আগের তুলনায় বেশি দামে প্রবাসী আয়ের ডলার কিনে আনছে। ফলে প্রবাসী আয়ের ডলারের দাম ১২৪ টাকা ছাড়িয়ে গেছে। এতে প্রবাসী আয় বাড়লেও পাল্লা দিয়ে খোলাবাজারে ডলারের দাম বেড়ে গেছে।
 
তবে ব্যাংকাররা জানিয়েছেন, ডলারের এই মূল্যবৃদ্ধি সাময়িক। তাঁদের মতে, ডলারের বাড়তি দাম স্থায়ী হবে না এবং জানুয়ারি মাসেই দাম আগের অবস্থায় ফিরে আসবে।
 
খোলাবাজারে ডলারের দাম বাড়লেও ব্যাংকে এই মার্কিন মুদ্রা এখনো ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া ক্রেডিট কার্ড ও অন্যান্য কার্ডে ডলারের দাম ১২০ টাকা রাখা হচ্ছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.