পাহাড়গঞ্জের হোটেলে লবিতে সকাল সকাল কিছু বোর্ডারের ভিড়। তারা সবাই নেপাল থেকে এসেছেন কিছুদিন আগে। থাকার কথা ছিল আরও কিছুদিন, কিন্তু তাদের প্রত্যেকেই দেশে ফেরার টিকিট এগিয়ে এনেছে। গত রাতে নেপালে যে ভূমিকম্প হয়েছে তা নিয়ে চিন্তিত তাদের সবাই। দিল্লিতেও অনুভুত হয়েছে ৬.৪ মাত্রার সেই ভূমিকম্প। তবে ঘুমিয়ে থাকা দিল্লির অনেকেই তা টের পাননি।
এফএম রেডিওর জকি সকাল সকাল সেই ঘোষণা দিয়ে নিশ্চিত করছেন যে কোন ক্ষয়ক্ষতি হয়নি দিল্লির, তবে ঝাঁকুনি দিয়েছে বেশ। ভারতীয় ক্রিকেট দলেও অবশ্য এমন একটা ঝাঁকুনি খেয়েছে আজ। খুব সকালে আইসিসি মেইল করে সবাইকে জানিয়ে দিয়েছেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার এবারের বিশ্বকাপ শেষ। তার জায়গায় দলে নেওয়া হয়েছে প্রসিদ্বা কৃষ্ণকে।
হার্দিক পান্ডিয়াকে আর বিশ্বকাপে দেখা যাবে না– এই খবরটাই যেন এদিন সকালে দিল্লিকে বেশি ধাক্কা দিয়েছে। সপ্তাহের শেষ কাজের দিন মেট্রোর অফিস যাত্রীদের আলোচনাতে বায়ু দূষণ, ভূমিকম্প ছাপিয়ে হার্দিক পান্ডিয়া। ১৯ অক্টোবর পুনেতে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের সময় বা পায়ের গোড়ালিতে চোট পান পান্ডিয়া। সেদিন লিটন দাসের একটি স্ট্রেট ড্রাইভ পা দিয়ে ঠেকাতে গিয়ে চোট পান পান্ডিয়া। তারপর আর মাঠে নামতে পারেননি তিনি।
ভারতীয় সমর্থকরা আশায় ছিলেন পান্ডিয়া সুস্থ হয়ে হয়ত সেমিফাইনাল থেকে খেলতে পারবেন। পান্ডিয়ার মতো পেস অলরাউন্ডারকে হারানোটা যে কতটা ক্ষতি সেই আলোচনা চলছে এখানকার স্থানীয় চ্যানেলগুলোতেও। অবশ্য এদিন দিল্লির বায়ুদূষণের মাত্রা কিছুটা কমেছে। সকালে শহরের একিউআই ২৭৩। এমনিতে সকালে এই মান কিছুটা কমই থাকে। সার্চ দিয়ে দেখা যায় একই সময়ে ঢাকার বায়ুমান ১৮৩। দিল্লির এই বায়ুদূষণের সঙ্গে মানিয়ে নিতেই হচ্ছে সাকিবদের। এই শহরে পা রাখার পর আজই প্রথম মাঠে অনুশীলন করতে যাবেন তারা।