ভারতের দিল্লি বিধানসভা নির্বাচনে নিজ আসন নিউ দিল্লিতে হেরে গেছেন আম আদমি পার্টির (আপ) নেতা ও সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এ আসনে জয়ী হয়েছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী প্রভেশ ভার্মা। নির্বাচনের ফলাফলে বেশ ভালো ব্যবধানেই এগিয়ে গেছে বিজেপি।
পরাজয় মেনে বিজেপিকে অভিনন্দন জানিয়েছেন কেজরিওয়াল। এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘আমরা অত্যন্ত বিনয়ের সঙ্গে জনগণের রায় মেনে নিলাম। আমি বিজেপিকে এই বিজয়ের জন্য অভিনন্দন জানাই। জনগণ তাদের যে কারণে ভোট দিয়েছেন, সে প্রত্যাশা তারা পূরণ করবে বলে আশা করছি।’
কেজরিওয়াল আরও বলেন, ‘গত ১০ বছরে স্বাস্থ্য, শিক্ষা ও অবকাঠামো খাতে আমরা অনেক কাজ করেছি। আমরা শুধু একটি গঠনমূলক বিরোধী দল হিসেবেই ভূমিকা পালন করব না, বরং মানুষের মধ্যে থাকব এবং তাঁদের সেবা করে যাব।’
১৪ রাউন্ডের ভোট গণনা শেষে নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুসারে, ৪ হাজার ৮৯ ভোটের ব্যবধানে প্রভেশ ভার্মার কাছে হেরে যান অরবিন্দ কেজরিওয়াল। কংগ্রেসের প্রার্থী সন্দীপ দীক্ষিত ৪ হাজার ৫৬৮ ভোট পেয়েছেন।
এরই মধ্যে বিধানসভার ৭০টি আসনের মধ্যে বিজেপি ৮টিতে জিতেছে এবং ৪০টিতে এগিয়ে রয়েছে। অন্যদিকে আম আদমি পার্টি ৯টি আসনে জিতেছে এবং ১৩টিতে এগিয়ে রয়েছে। কংগ্রেস কোনো আসনেই এগিয়ে থাকতে পারেনি। দিল্লিতে সরকার গঠনের জন্য ৩৬টি আসনে সংখ্যাগরিষ্ঠতা পেতে হবে।
দিল্লি বিধানসভা নির্বাচনে আজ শনিবার সকাল আটটা থেকে ভোট গণনা শুরু হয়ে এখনো চলছে। ভারতের নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, নয়াদিল্লি আসনে ৫৬ দশমিক ৪১ শতাংশ ভোট পড়েছে। বেলা ১১টা পর্যন্ত ভোট গণনার গতি-প্রকৃতি ইঙ্গিত দিচ্ছে, দীর্ঘ ২৭ বছর পর দিল্লি দখল করতে চলেছে বিজেপি।