দিনাজপুরে ঘুষের টাকাসহ দুদকের হাতে আটক গৃহায়ণ প্রকৌশলী

0
535
ঘুষের টাকা নেওয়ার সময় দুদকের হাতে আটক জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন। দিনাজপুর, রংপুর, ২৮ জুলাই।

ঘুষের টাকা নেওয়ার সময় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের দিনাজপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলীকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার রাত ৯টার দিকে দুদকের দিনাজপুর সমন্বিত কার্যালয়ের একটি দল ওই প্রকৌশলীকে আটক করে।

আটক প্রকৌশলীর নাম মো. দেলোয়ার হোসেন। দিনাজপুর কার্যালয় থেকে তিনি আটক হয়েছেন।

দুদকের দিনাজপুর সমন্বিত কার্যালয় সূত্রে জানা গেছে, কুয়েতপ্রবাসী মোস্তাফিজুর রহমানের স্ত্রী ফেরদৌসী বেগমের নামে দিনাজপুর উপশহরে হাউজিং এস্টেটের একটি বাড়ি বরাদ্দের সিদ্ধান্ত নেয় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ। বাড়িটি ফেরদৌসী বেগমকে বরাদ্দ দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থার দায়িত্ব পড়ে দেলোয়ার হোসেনের ওপর। বাড়িটি বরাদ্দ দিতে ফেরদৌসীর ছোট বোন নাজমাতুন নাহারের কাছে দেড় লাখ টাকা ঘুষ দাবি করেন দেলোয়ার। ঘুষের বিষয়ে নাজমাতুন নাহার দুদকের কাছে অভিযোগ করেন। এরপর সেখানে দুদকের দিনাজপুর সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আহসানুল কবীরের নেতৃত্বে একটি দল রোববার রাতে ফাঁদ পাতে। পরে নাজমাতুন নাহার ৫০ হাজার টাকা নিয়ে দেলোয়ার হোসেনের কার্যালয়ে যান। সেই টাকা নেওয়ার সময় হাতেনাতে দেলোয়ার হোসেনকে আটক করা হয়।

দুদুকের দিনাজপুর সমন্বিত কার্যালয়ের পরিচালক আবু হেনা আশিকুর রহমান বলেন, দেলোয়ারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.