দক্ষিণ কোরিয়ায় বন্যা-ভূমিধসে মৃত বেড়ে ৩৩

0
192
বন্যার পানিতে তলিয়ে যাওয়া টানেলে চলছে উদ্ধার তৎপরতা

দক্ষিণ কোরিয়ায় প্রবল বৃষ্টির কারণে দেখা দেওয়া বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ জনে পৌঁছেছে। নিখোঁজ রয়েছে ১০ জন।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে রোববার সকালে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ায় গত চারদিন ধরে প্রবল বৃষ্টি হচ্ছে। এতে গুরুত্বপূর্ণ একটি বাঁধ উপচে পানি জনপদে ঢুকে বন্যা দেখা দিয়েছে।

দক্ষিণ কোরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত বন্যা ও ভূমিধসে ৩৩ জনের মৃত্যুর খবর পেয়েছেন তারা। এ ছাড়া আরও ১০ জন নিখোঁজ রয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, যারা মারা গেছে তাদের বেশিরভাগই হয় ভূমিধসের সময় মাটির নিচে চাপা পড়ে মারা গেছে অথবা পানিতে তলিয়ে যাওয়া জলাধারে ডুবে তাদের মৃত্যু হয়েছে।

এদিকে, বন্যার পানিতে তলিয়ে যাওয়া একটি টানেলে আটকে পড়াদের উদ্ধারে উদ্ধারকারীদের বেগ পেতে হচ্ছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, চেয়ংজুতে মাটির ৪৩০ মিটার (১ হাজার ৪১০ ফুট) নিচের টানেলটিতে ১০টির বেশি গাড়ি আটকে আছে।

রোববার সকাল পর্যন্ত টানেলটি থেকে সাতজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ডুবুরিরা সেখানে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.