ত্রিপুরায় আকস্মিক বন্যায় শিশুসহ নিহত ১০, নিখোঁজ অনেকে

0
48
ত্রিপুরা রাজ্যে আকস্মিক বন্যা

ভারতের ত্রিপুরা রাজ্যে আকস্মিক বন্যায় ১০ জন নিহত হয়েছেন। তাছাড়া এখনও অনেকে নিখোঁজ রয়েছেন। নিহতরা ত্রিপুরার রাজ্যের দক্ষিণের গোমতি ও খোয়াই জেলার বাসিন্দা। নিহতদের মধ্যে ১২ বছরের একজন শিশুও রয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানায় এনডিটিভি।

কর্মকর্তারা জানান, বন্যায় এখন পর্যন্ত রাজ্যের চার জেলার ৬৬০০ পরিবারের ৩৪০০০ জনেরও বেশি মানুষ ক্যাম্পে আশ্রয় নিয়েছে। বন্যায় হাজারেরও বেশী ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

তারা আরও জানান, গত ৪৮ ঘণ্টায় ত্রিপুরায় টানা বর্ষণে ভূমিধস ও ডুবে যাওয়ার আলাদা ঘটনায় এক পরিবারের তিনসদস্যসহ অন্তত নয়জন নিহত হয়েছেন এবং দুইজন আহত হয়েছেন।

এদিকে, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে ফোনে কথা বলেছেন। এ সময় মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে অতিরিক্ত ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) কর্মীদের মোতায়েন করার কথা বলেন।

অপরদিকে, ভারতের উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে (নেএফআর) ত্রিপুরায় ১০টি লোকাল ট্রেনের যাত্রা বাতিল করেছে। এনএফআরের একজন মুখপাত্র বলেন, ভারী বৃষ্টির কারণে গোমতি জেলায় রেলপথ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই কর্তৃপক্ষ ট্রেনগুলোর যাত্রা বাতিল করতে বাধ্য হয়েছে।

ত্রিপুরা রাজ্য প্রশাসনের অনুরোধের পর আসাম রাইফেলসের চারটি ব্যাটালিয়ন রাজ্যের বিভিন্ন জেলায় মোতায়েন করা হয়েছে। একজন প্রতিরক্ষা মুখপাত্র বলেন, আসাম রাইফেলস বন্যায় আটকে পড়া নাগরিকদের উদ্ধারে বেসামরিক প্রশাসনের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.