তুরস্ক থেকে দেশে ফিরল উদ্ধারকারী দল

0
150
উদ্ধারকারী দলকে ফুলেল শুভেচ্ছা জানান বিমান বাহিনীর ভারপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল এ এইচ এম ফজলুল হক।

ভূমিকম্প বিধ্বস্ত তুরস্কে উদ্ধার অভিযান পরিচালনাকারী ৬১ সদস্যের বাংলাদেশ দল দেশে ফিরেছে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দলটি দেশে ফেরে। ১৫ ফেব্রুয়ারি দেশে ফেরার কথা থাকলেও উদ্ধার অভিযান দীর্ঘায়িত তাদের দেশে ফেরা সম্ভব হয়নি।

বাংলাদেশ সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সম্মিলিত উদ্ধারকারী দল তুরস্কের আদিয়ামান ও হাতেয় শহরে উদ্ধার অভিযান পরিচালন করে। এ সময় দলটি উল্লেখযোগ্য সংখ্যক জীবিত ও মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়। একই সঙ্গে সশস্ত্র বাহিনীর মেডিকেল টিম ২৫০ জনকে চিকিৎসা সহায়তা দেয়। এছাড়াও ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের মধ্যে তাঁবু, শীতবস্ত্র এবং কম্বল বিতরণ করা হয়।

গত ৬ ফেব্রুয়ারি তুরস্কে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বাংলাদেশ থেকে ০৮ ফেব্রুয়ারি ৬১ সদস্যের উদ্ধারকারী দল তুরস্কে যায়। সশস্ত্র বাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং মিডিয়া সদস্যের একটি সম্মিলিত উদ্ধারকারী দল সেখানে যায়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.