তিন অঙ্গরাজ্যে ট্রাম্প ও একটিতে কমালার জয়

0
15
ডোনাল্ড ট্রাম্প ও কমালা হ্যারিস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে অনেক রাজ্যে এরইমধ্যে ভোটগ্রহণ শেষ হয়েছে। সেই রাজ্যগুলোতে থেকে ফলাফল আসতে শুরু করেছে।

বিবিসি জানিয়েছে, ইন্ডিয়ানা, কেনটাকি ও পশ্চিম ভার্জিনিয়াতে রিপাবলিকার প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হয়েছেন। ফলে এই তিন রাজ্যের ২৩টি ইলেক্টোরাল কলেজের ভোট পেয়েছেন তিনি। অপরদিকে ডেমোক্রেট প্রার্থী কমালা হ্যারিস ভারমোন্ট রাজ্যে জয়ী হয়েছেন। হ্যারিস ওই রাজ্যের ৩টি ইলেক্টোরাল কলেজের ভোট পেয়েছেন।

এদিকে, ভোটের হিসেবেও কমালা হ্যারিস থেকে ১০ লাখের বেশি ব্যবধানে এগিয়ে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এখন পর্যন্ত ট্রাম্প পেয়েছেন ৭৫ লাখ ১০ হাজার ৫৫২টি ভোট। অপরদিকে কমালা হ্যারিস পেয়েছেন ৬১ লাখ ৪০ হাজার ২৫০টি ভোট।

প্রসঙ্গত, মার্কিন নির্বাচনে মোট ৫৩৮টি ইলেক্টোরাল কলেজ ভোট রয়েছে। প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে একজন প্রার্থীকে কমপক্ষে ২৭০টি ইলেক্টোরাল কলেজ ভোট পেতে হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.