উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ার সাধারণ নির্বাচনে ভোট পড়েছে মাত্র ৮ দশমিক ৮ শতাংশ। ভোটারহীন এই নির্বাচনের ফল আজ প্রকাশ করবে দেশটির নির্বাচন কমিশন। শনিবার অনুষ্ঠিত ভোটে সিংহভাগ ভোটারই ভোট দিতে যাননি কেন্দ্রে। অনেক বিরোধী দলও বয়কট করেছে নির্বাচন। ভোট না দেওয়ায় জনগণকে ধন্যবাদ জানানোর পাশাপাশি স্বাধীন ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে মধ্যবর্তী প্রেসিডেন্ট নির্বাচন দাবি করেছে বিরোধী দলগুলো। খবর এবিসি নিউজের।
বিপর্যয়কর সংসদীয় নির্বাচনের পর গতকাল রোববার প্রেসিডেন্ট কাইস সাইদের পদত্যাগ দাবি করেছে দেশটির বিরোধী রাজনৈতিক দল ও জোটগুলো। পার্লামেন্ট পুনরায় গঠন করতে এই নির্বাচনের আয়োজন করা হয়েছিল। গত বছর প্রেসিডেন্ট কাইস সাইদ পার্লামেন্ট ভেঙে দিয়েছিলেন।
জনগণের ভোট দিতে না যাওয়াকে এক দশক আগে স্বৈরশাসকদের বিরুদ্ধে আরব বসন্ত বিদ্রোহের সূত্রপাত হওয়া দেশটির নতুন মোড় বলে মনে করা হচ্ছে। পার্লামেন্ট ভেঙে দিয়ে নিজের ক্ষমতা সুসংহত করতে চেয়েছিলেন সাইদ।