তাসকিনের ৭ উইকেট, টি-টোয়েন্টি ইতিহাসে তৃতীয়, বিশ্ব রেকর্ড করতে দিলেন না মোস্তাফিজ

0
15
স্বীকৃত টি–টোয়েন্টিতে তৃতীয় বোলার হিসেবে ৭ উইকেট নেওয়ার পর তাসকিন আহমেদ

তাসকিন আহমেদকে বিশ্ব রেকর্ড করতে দিলেন না মোস্তাফিজুর রহমান। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসের ইনিংসের শেষ বলে মোস্তাফিজকের আউট করলেই স্বীকৃত টি-টোয়েন্টি সেরা বোলিংয়ের বিশ্ব রেকর্ড করতেন দুর্বার রাজশাহীর পেসার তাসকিন। মোস্তাফিজ ঠেকিয়ে দেওয়ায় ১৯ রানে ৭ উইকেট  নিয়ে থামতে হলো বাংলাদেশের পেসারকে।  টি-টোয়েন্টি ইতিহাসে মাত্র তৃতীয় বোলার হিসেবে ৭ উইকেট পেলেন তাসকিন।

বিশ্ব রেকর্ডটা মালয়েশিয়ার  সিয়াজরুল ইদরুসের। ২০২৩ সালে চীনের বিপক্ষে ৮ রানে ৭ উইকেট পেয়েছিলেন মালয়েশিয়ান পেসার। ইদরুস ভাঙেন নেদারল্যান্ডসের কলিন অ্যাকারম্যানের রেকর্ড। ২০১৯ সালে ইংল্যান্ড ভাইটালিটি ব্ল্যাস্ট টি-টোয়েন্টিতে লেস্টারশায়ারের জয়ে বার্মিংহাম বিয়ার্সের বিপক্ষে ১৮ রানে ৭ উইকেট নিয়েছিলেন ডাচ অফ স্পিনার।

বিপিএলের সেরা ও স্বীকৃতি টি–টোয়েন্টির তৃতীয় সেরা বোলিংয়ের পথে বাংলাদেশের বোলারদের রেকর্ডে সাকিব আল হাসানকে (৬/৬) পেছনে ফেলেছেন তাসকিন। সাকিব সিপিএলে ২০১৩ সালে বার্বাডোজের হয়ে গড়েছিলেন সেই রেকর্ড।

বিপিএলে সেরা বোলিংয়ে রেকর্ডে মোহাম্মদ আমিরকে পেছনে ফেলেছেন তাসকিন। ২০২০ সালে মিরপুরেই রাজশাহী রয়্যালসের বিপক্ষে ১৭ রানে ৬ উইকেট নিয়েছিলেন খুলনা টাইগার্সে খেলা পাকিস্তানি ফাস্ট বোলার।

তাসকিনের রেকর্ডের পরেও আজ ঢাকা ক্যাপিটালস করেছে ৯ উইকেটে ১৭৪ রান।

এই বল দিয়েই ৭ উইকেট নিয়েছেন তাসকিন
এই বল দিয়েই ৭ উইকেট নিয়েছেন তাসকিন

৭ উইকেটের ৫টিই তাসকিন নিয়েছেন নিজের শেষ দুই ওভারে। ইনিংসের ১৭তম ওভারের দ্বিতীয় বলে ঢাকার সর্বোচ্চ স্কোরার শাহাদাত হোসেনকে ফেরানোর পর ওভারের পঞ্চম বলে শ্রীলঙ্কান চতুরাঙ্গা ডি সিলভাকে উইকেটকিপারের ক্যাচ বানান তাসকিন।

সেরা বুলিং

শেষ ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে আলাউদ্দিন বাবু ও মুকিদুল ইসলামকে ফেরানো তাসকিনকে হ্যাটট্রিক করতে দেননি নাজমুল ইসলাম। ওই ওভারের পঞ্চম বলে ভারতীয় বংশোদ্ভূত মার্কিন খেলোয়াড় শুভম রঞ্জনেকে ফিরিয়ে সপ্তম উইকেট পেয়ে যান তাসকিন। শেষ বলটায় কোনোরকমে ব্যাট লাগিয়ে ১ রান নেন মোস্তাফিজ।

রেকর্ড গড়ার পথে তাসকিনের প্রথম উইকেটটি লিটন দাসের। জাতীয় দল সতীর্থকে শূন্য রানেই ফিরিয়েছেন তাসকিন। পরের ওভারে তানজিদ হাসানকে ফিরিয়ে দ্বিতীয় উইকেট পেয়ে যান তিনি।

টি টোয়েন্টি সেরা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.