তানজিদের পঞ্চাশ
বাংলাদেশ: ১৫ ওভারে ৮৭/১।
পারভেজ হোসেনকে নিয়ে ভালো শুরু এনে দিয়েছিলেন। সঙ্গীর বিদায়ের পরও এগিয়ে যাচ্ছেন তানজিদ হাসান। ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ হাফ সেঞ্চুরিটাও পেয়ে গেছেন তিনি, শ্রীলঙ্কার বিপক্ষে যা দ্বিতীয়।
বাংলাদেশ: ৯.২ ওভারে ৫৯/১।
৫০ রান করতে শ্রীলঙ্কার লেগেছিল ১০ ওভার, বাংলাদেশের লাগল ৮.১ ওভার। পারভেজের সঙ্গে তানজিদের উদ্বোধনী জুটিতেই ওই ভিত গড়া হয়েছিল। পারভেজ আউট হয়ে যাওয়ার পর এখন তানজিদের সঙ্গী নাজমুল।