তমার ১০ কোটি টাকার মানহানির নোটিশের পর ২০ কোটির নোটিশ মিষ্টির

0
95
তমা মির্জা ও মিস্টি জান্নাত

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা তমা মির্জাকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে সপ্তাহখানেক আগে আইনি নোটিশ পাঠানো হয় মিষ্টি জান্নাতকে। তমার পক্ষে তাঁর আইনজীবীর পাঠানো আইনি নোটিশে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়, সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে তমার উদ্দেশে মিষ্টির আপত্তিকর মন্তব্যে ১০ কোটি টাকার মানহানি হয়েছে। নোটিশপ্রাপ্তির সাত দিনের মধ্যে জনসমক্ষে ক্ষমা চেয়ে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়। এ ছাড়া পরবর্তী সময়ে এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকতে বলা হয়েছে। এর মধ্যে আইনি নোটিশের জবাব দিয়েছেন মিষ্টি জান্নাত। জবাবে তমা মির্জার দেওয়া নোটিশকে অসত্য উল্লেখ করে তা প্রত্যাহার এবং তিন দিনের মধ্যে ২০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে। অন্যথায় দেওয়ানি ও ফৌজদারি আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

তমা মির্জা
তমা মির্জা

আজ সোমবার ডাকযোগে তমা মির্জার আইনজীবী বরাবর নোটিশটি পাঠিয়েছেন মিষ্টি জান্নাতের আইনজীবী কামরুজ্জামান কচি। মিষ্টি জান্নাতের পাঠানো নোটিশে বলা হয়েছে, মানহানির কথা বলে নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু কোন সাক্ষাৎকারে, কোন গণমাধ্যম বা টিভিতে বা কোন সোশ্যাল মিডিয়ায়, তা উল্লেখ করা হয়নি। অথবা নির্দিষ্ট কোনো লিংকও দেওয়া হয়নি। এমতাবস্থায় আইনি নোটিশটি প্রত্যাহার করতে হবে। এ ছাড়া নোটিশে সংবাদ সম্মেলনের কথা বলা হয়েছে। কিন্তু সংবাদ সম্মেলনের কোনো স্থান ও সময় উল্লেখ করা হয়নি। তাই এ নোটিশ অস্পষ্ট এবং কল্পনাপ্রসূত। যার কোনো আইনি ভিত্তি নেই। এটির মাধ্যমে ভুয়া তথ্য ছাড়ানো হয়েছে এবং ক্ষতিপূরণ চাওয়া হয়েছে—       যা বিভিন্ন গণমাধ্যমে ছাপা হয়েছে। এতে মিষ্টি জান্নাতের মানহানি হয়েছে। এ কারণে নোটিশটি প্রত্যাহার এবং নোটিশ গ্রহণের তিন দিনের মধ্যে ২০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে। অন্যথায়, তমা মির্জার বিরুদ্ধে দেওয়ানি ও ফৌজদারি আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে জানানো হয়েছে।

মিষ্টি জান্নাত।
মিষ্টি জান্নাত।ছবি: ফেসবুক থেকে

১০ বছর ধরে চলচ্চিত্রে কাজ করছেন মিষ্টি জান্নাত। এই সময়ে তাঁর অভিনীত ছবির সংখ্যাও ১০ পেরোয়নি। যে কটি ছবিতে অভিনয় করেছেন, কোনোটি দিয়েই তিনি আলোচনায় আসতে পারেননি। কিন্তু কয়েক দিন ধরে তিনি বেশ আলোচনায়। কখনো শাকিব খানের সঙ্গে বিয়ের প্রসঙ্গ টেনে, আবার কখনো অভিনেতা শাহরিয়ার নাজিম জয়ের সঙ্গে চুমুর প্রসঙ্গে টেনে। এর মধ্যে আবার চিত্রনায়িকা তমা মির্জাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেও বসেন মিষ্টি জান্নাত।

এদিকে নিজের ফেসবুক পেজে মিষ্টি জান্নাত তাঁর আইনি নোটিশের প্রসঙ্গে লিখেছেন, ‘আমি সব দায়িত্ব আমার আইনজীবীর কাছে দিয়ে দিয়েছি। আমার ১০ পার্সেন্ট টাকা জমা দেওয়ার স্পনসরও পেয়ে গিয়েছি। অতি শিগগিরই ২০ কোটি টাকার মানহানি মামলা করবেন আমার আইনজীবী। সব তথ্য আপনারা আমার আইনজীবীর কাছ থেকে পেয়ে যাবেন।’

২৩ মে মানহানিকর মন্তব্য করার অভিযোগ এনে জনসমক্ষে ক্ষমা চাইতে এবং ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে মিষ্টি জান্নাতকে আইনি নোটিশ পাঠান তমা মির্জা। তমার পক্ষে এ নোটিশ পাঠান তাঁর আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম।

তমা মির্জা
তমা মির্জা ছবি: ফেসবুক থেকে

নোটিশে সামাজিক যোগাযোগমাধ্যমে থাকা দুটি ভিডিও বক্তব্যের কথা উল্লেখ করা হয়েছে। আইনি নোটিশে সামাজিক যোগাযোগমাধ্যমে থাকা দুটি ভিডিও বক্তব্যের কথা উল্লেখ করা হয়েছে। ‘আপনার বয়ফ্রেন্ডকে বিয়ে করব না, তমা মির্জাকে খোঁচা দিয়ে মিষ্টি জান্নাত’ এবং ‘ …নায়িকা হয়েছে তমা মীর্জা: জান্নাত’ শীর্ষক শিরোনামে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মানহানিকর বক্তব্য রয়েছে বলে দাবি করেছেন আইনজীবী।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.