ডিসির গাড়িতে ট্রাকের ধাক্কা, চালকের ৬ মাসের কারাদণ্ড

0
117
জেলা প্রশাসকের গাড়িতে ধাক্কা দেওয়া ট্রাক। ট্রাক জব্দ করে থানায় রাখা হয়েছে, ছবি: সংগৃহীত

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, বেপরোয়া গতিতে পৌর মিনি পার্ক (খেয়াঘাট) থেকে শহরের দিকে যাচ্ছিল প্লাস্টিকের পাইপভর্তি ট্রাকটি। চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে জেলা প্রশাসকের গাড়িতে ধাক্কা দেন। ঘটনার সময় জেলা প্রশাসক ফারহা গুল গাড়িতেই ছিলেন। তবে তিনি অক্ষত অবস্থায় আছেন।

এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ট্রাকচালককে ৬ মাসের কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়। গাড়ির মালিকের কাছে ট্রাকটি হস্তান্তরের আগে যাবতীয় কাগজপত্র যাচাই করে জরিমানার অর্থ ও ভ্যাট-ট্যাক্স সরকারি কোষাগারে জমাদান নিশ্চিত করতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সদর থানার ওসি নাসির উদ্দীন সরকার বলেন, জব্দ করা ট্রাকটি থানা হেফাজতে রাখা হয়েছে। দণ্ড পাওয়া ট্রাকচালককে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় আদালতের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম বলেন, ট্রাকটি যখন তাঁর গাড়িতে ধাক্কা দেয়, তখন তিনি বাবাকে নিয়ে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন। দক্ষ চালকের প্রচেষ্টায় বড় ধরনের বিপদ থেকে আল্লাহ তাঁকে রক্ষা করেছেন বলে তিনি জানান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.