দীর্ঘদিন বন্ধ থাকার পর ঢাকা-গুয়াংজু রুটে সিডিউল ফ্লাইট আবার চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ১৪৮ জন যাত্রী নিয়ে বৃহস্পতিবার রাত ১০টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানের একটি ফ্লাইট গুয়াংজুর উদ্দেশে ছেড়ে যাবে। চীনের স্থানীয় সময় ভোর ৪টায় পৌঁছবে ফ্লাইটটি।
আগে সন্ধ্যা সাড়ে ৬টায় বিমানবন্দরে ফ্লাইটটি উদ্বোধন করবেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক শফিউল আজিম। ঢাকা-গুয়াংজু রুটে সিডিউল ফ্লাইট প্রসঙ্গে তিনি বলেন, দিন দিন বাড়ছে বিমানের আন্তর্জাতিক রুট। করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আবার ঢাকা-গুয়াংজু রুটে বিমানের সিডিউল ফ্লাইট চালু করা হয়। ১৭ বছর পর গত ১ সেপ্টেম্বর থেকে ঢাকা-নারিতা রুটে ফ্লাইট চালু করেছে বিমান। তা ছাড়া ঢাকা-টরেন্টো রুটে চলছে বিমানের ফ্লাইট।
বিমানের জেনারেল ম্যানেজার মার্কেটিং মোহাম্মদ সালাউদ্দিন জানান, গুয়াংজু রুটে যাত্রীদের সুবিধায় ব্যবহার করা হচ্ছে বিমানের বোয়িং ৭৩৭-৮০০।