ঢাকাসহ মহানগরগুলোতে বিএনপির পদযাত্রা ঘোষণা

0
178

বিদ্যুতের লোডশেডিংয়ের প্রতিবাদে ঢাকাসহ দেশের অন্যান্য মহানগরগুলোতে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ১৩ জুন ঢাকা মহানগর দক্ষিণসহ অন্যান্য মহানগরে এবং ১৬ জুন শুধু ঢাকা মহানগর উত্তরে এ পদযাত্রা অনুষ্ঠিত হবে।

শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে ১৩ জুন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণসহ সারাদেশের মহানগরগুলোতে এবং ১৬ জুন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি’র উদ্যোগে শান্তিপূর্ণভাবে ‘পদযাত্রা’ কর্মসূচি পালিত হবে।’

রুহুল কবির রিজভী জানান, ১৩ জুন ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে মহাখালী বাসষ্ট্যান্ড থেকে শুরু করে নাবিস্কো সাতরাস্তা মোড়, হাতিরঝিল মোড় ও এফডিসি হয়ে হোটেল সোনারগাঁও সার্ক ফোয়ারা পর্যন্ত শান্তিপূর্ণ ‘পদযাত্রা’ আয়োজন করা হবে। পল্লবী সিটি ক্লাব থেকে শুরু করে ১০ নম্বর গোলচত্ত্বর, কাজীপাড়া ও শেওড়াপাড়া হয়ে তালতলা আগারগাঁও পর্যন্ত শান্তিপূর্ণ ‘পদযাত্রা’ অনুষ্ঠিত হবে।

এছাড়া ১৩ জুন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে গোপীবাগে সাদেক হোসেন খোকা রোড থেকে শুরু হয়ে রায় সাহেব চৌরাস্তা পর্যন্ত শান্তিপূর্ণ ‘পদযাত্রা’ হবে। আজিমপুরে স্যার সলিমুল্লাহ এতিমখানার সামনে থেকে শুরু হয়ে আরমানী টোলা মাঠ পর্যন্ত শান্তিপূর্ণ ‘পদযাত্রা’ হবে।

তিনি জানান, সব পদযাত্রা বেলা আড়াইটায় শুরু হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.