ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ১১ জেলার বাস চলাচল বন্ধ

0
68
বগুড়া শহরের ঠনঠনিয়া এলাকায় আন্তজেলা বাস টার্মিনাল
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সর্বাত্মক অসহযোগ আন্দোলন এবং এক দফা কর্মসূচির মধ্যে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ১১ জেলার বাস চলাচল বন্ধ হয়ে গেছে। আজ রোববার ভোর থেকে বগুড়া হয়ে ঢাকা-রংপুর মহাসড়কে কোনো দূরপাল্লার বাস চলাচল করেনি। বগুড়া থেকে দূরপাল্লার বা অভ্যন্তরীণ রুটের কোনো বাস ছেড়ে যায়নি। বগুড়ায়ও কোনো ধরনের বাস আসেনি।
 
আজ সকালে বগুড়া কেন্দ্রীয় বাস টার্মিনাল ও ঠনঠনিয়া কোচ টার্মিনালের সব কাউন্টার বন্ধ দেখা গেছে। বাস চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। যেসব জেলার সঙ্গে বাস যোগাযোগ বন্ধ আছে সেগুলো হলো—রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, লালমনিরহাট, নওগাঁ, জয়পুরহাট ও বগুড়া।
 
আজ সকালে ঢাকা যাওয়ার জন্য ঠনঠনিয়া বাসস্ট্যান্ডে কয়েকজন যাত্রীকে বসে থাকতে দেখা যায়। কিন্তু দূরপাল্লার বাস চলাচল না করায় তাঁরা বিপাকে পড়েছেন। মরিয়ম বেগম নামে এক যাত্রী বললেন, সাভারে মেয়ের বাসায় যাওয়ার জন্য বের হয়েছেন। শহরে রিকশাও চলাচল করছে না। টার্মিনালে এসে দেখেন, বাসও চলাচল বন্ধ। একই অবস্থা দেখা গেছে শহরের অন্যান্য বাসস্ট্যান্ডেও।
 
এদিকে আজ সকাল থেকেই শহরের মার্কেট, বিপণি কেন্দ্র ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ দেখা যাচ্ছে। অফিস-আদালত খুললেও প্রধান ফটকে তালা ঝুলছে। শহরের রাস্তাঘাট যানবাহন শূন্য। শহরের সাতমাথায় আওয়ামী লীগ এবং যুবলীগের নেতা-কর্মীরা অবস্থান নিয়েছেন। সরকার পতনের এক দফা দাবিতে শিক্ষার্থীদের মিছিল বের হওয়ার কথা দুপুর ১২টায়।
 
বগুড়া বাস মিনিবাস পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের ডাকা অসহযোগ আন্দোলন কর্মসূচির কারণে উত্তরবঙ্গের ১১ জেলার সঙ্গে ঢাকার বাস যোগাযোগ বন্ধ আছে। আজ ভোর থেকে দূরপাল্লার ও অভ্যন্তরীণ রুটের কোনো বাস ছাড়েনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.