ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমছে

0
619
ডেঙ্গু রোগী

ঢাকাসহ সারাদেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমছে।

সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত করা করা হিসেবের বরাতে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এতথ্য জানানো হয়।

গত চব্বিশ ঘন্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১ হাজার ৫৭২ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ হিসেবে প্রতি ঘন্টায় ৬৬ জন করে আক্রান্ত হয়েছেন। এর আগের দিন ১ হাজার ৬১৫ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

মঙ্গলবার ডেঙ্গুতে মৃত্যু হয়েছে আরও ৩ জনের। এ নিয়ে মৃতের সংখ্যা ১৪৯ জনে দাঁড়াল। তবে সরকারিভাবে এখন পর্যন্ত ৪০ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সারাদেশে ডেঙ্গুতে নতুন করে ১ হাজার ৫৭২ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ৭৫০ জন এবং বিভিন্ন বিভাগ, জেলা ও উপজেলা হাসপাতালে ৮২২ জন ভর্তি হয়েছেন।

এ নিয়ে চলতি বছর ৫৬ হাজার ৩৬৯ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৪৯ হাজার ৮৫৯ জন চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন। এখনও ৬ হাজার ৪৭০ জন হাসপাতালে ভর্তি আছেন। এদের মধ্যে রাজধানীর ৪১ সরকারি-বেসরকারি হাসপাতালে ৩ হাজার ৪১৩ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালে ৩ হাজার ৫৭ রোগী ভর্তি আছেন।

ঢাকা বিভাগে ৫ হাজার ৬১৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাদের মধ্যে ৪ হাজার ৮৮৪ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চট্টগ্রাম বিভাগে মোট ৪ হাজার ২৬৩ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৩ হাজার ৬৯৩ জন ছাড়পত্র নিয়ে বাসায় ফিরেছেন।

খুলনা বিভাগে ৩ হাজার ২৪০ জন হাসপাতালে ভর্তি ছিলেন। তাদের মধ্যে ২ হাজার ৭০৬ জন ছাড়পত্র নিয়ে বাসায় ফিরেছেন। রাজশাহী বিভাগে ২ হাজার ৫০২ জন হাসপাতালে ভর্তি ছিলেন। তাদের মধ্যে ২ হাজার ২১৩ জন ছাড়পত্র নিয়ে বাসায় ফিরেছেন।

রংপুর বিভাগে বিভাগে ১ হাজার ৪৩২ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাদের মধ্যে ১ হাজার ২৬৮ জন ছাড়পত্র নিয়ে বাসায় ফিরেছেন। বরিশাল বিভাগে ২ হাজার ৮৫৭ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাদের মধ্যে ২ হাজার ৩৫০ জন ছাড়পত্র নিয়ে বাসায় ফিরেছেন।

সিলেট বিভাগে ৬৩৭ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাদের মধ্যে ৫৭৭ জন ছাড়পত্র নিয়ে হাসপাতাল ছেড়েছেন। আর ময়মনসিংহ বিভাগে ১ হাজার ৫৪৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাদের মধ্যে ১ হাজার ৩২৭ জন ছাড়পত্র নিয়ে বাসায় ফিরেছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.